বুধবার ● ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
প্রবাসীদের কৃতিত্বের জন্য ভারত গর্বিত: মোদী

প্রবাসীদের কৃতিত্বের জন্য ভারত গর্বিত: মোদী

ভারত

তিনদিনের ইউরোপ সফরে বেরিয়ে সোমবার জার্মানি পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বার্লিনে তাঁকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দেন সেখানে বসবাসরত প্রবাসী ভারতীয়রা৷ বার্লিনের হোটেল অ্যাডলন কেমপিনস্কিতে মোদীকে কাছে পেয়ে ব্যাপক উচ্ছ্বাসে ফেঁটে পড়েন তারা।

প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকে একটি বাচ্চা মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তাঁরই একটি ছবি দেন। ছবিতে অটোগ্রাফ করে দেন মোদী। ওই বাচ্চা মেয়েটিড সঙ্গে ছবিও তুলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ এদিন বার্লিনে হোটেলটি প্রবাসী ভারতীয়দের ভিড়ে ভর্তি ছিল। প্রচুর ভারতীয় এসেছিলেন বিদেশের মাটিতে দেশের প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে ও অভ্যর্থনা জানাতে৷

এর পরেই এক খুদের সঙ্গে আলাপ হয় প্রধানমন্ত্রীর। সে একটি দেশাত্মবোধক হিন্দি গান শোনায়- “জন্মভূমি ভারত হ্যায় কর্মভূমি ভারত।” (জন্মভূমি ভারত, কর্মভূমিও ভারত) । উপস্থিত জনতা ওই গানের সঙ্গে করতালি দেয়। সব মিলিয়ে আবেগময় এক মুহূর্ত তৈরি হয়। গান শুনে খুশি হন মোদী। আদর করে আশীর্বাদ করেন খুদেকে। ইতিমধ্যে ওই গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোমবারই টুইট করে মোদী জানিয়েছেন বার্লিনে তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করবেন৷

জার্মানি পৌঁছে প্রথম টুইটে মোদী লিখেছেন, “বার্লিনে নামলাম। আজ আমি জার্মানির চ্যান্সেলরের (ওলাফ স্কোলজ) সঙ্গে কথা বলব। জার্মানির ব্যবসায়িক নেতাদের সঙ্গে আলাপচারিতা এবং একটি কমিউনিটি প্রোগ্রামে সম্বোধন করব। আমি বিশ্বাস করি এই সফর ভারত ও জার্মানির মধ্যে বন্ধুত্বকে আরও জোরদার করবে।” এই টুইটে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজকেও ট্যাগ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সঙ্গেই জার্মানি পৌঁছানোর মুহূর্তের কিছু ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।

এরপর আরও একটি টুইট করেন মোদী। সেখানে বার্লিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে তিনি লিখেছেন, “বার্লিনে খুব ভোরেও ভারতীয়রা এসেছেন দেখা করতে৷ তাদের সঙ্গে দারুণভাবে কথার আদানপ্রদান হল। ভারত আমাদের প্রবাসীদের কৃতিত্বের জন্য গর্বিত।”

প্রসঙ্গত, দু’বছর পর তিন দিনের বিদেশ সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জার্মানিতে চ্যান্সেলার ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এ ছাড়াও অংশ নেবেন দু’দেশের বাণিজ্যিক আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠকে। এরপর আগামীকাল ৩ মে-তে জার্মানি ছেড়ে ডেনমার্কে যাবেন। সেখান থেকে ৪ মে প্রধানমন্ত্রী যাবেন ফ্রান্সে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর জার্মানি, ফ্রান্স ও ডেনমার্ক সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak