১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনায় মোদী- স্কোলজ

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ০২ মে, বার্লিনে, বৈঠকে বসেন ভারত-জার্মানীর দুই শীর্ষ নেতা। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “প্রতিনিধি পর্যায়ের বৈঠকে উষ্ণ পরিবেশে আলোচনা হয়েছে দুই নেতার। দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করেন তারা। এসময়, সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সহযোগিতার মূল ক্ষেত্রগুলোর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন তারা।”

পরবর্তীতে একটি টুইট করে এ বিষয়ে জানায় ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর। তারা লিখেছে, “ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে জার্মান চ্যান্সেলরের আলোচনা অব্যহত রয়েছে। উভয় নেতাই বাণিজ্য, সংস্কৃতি এবং যোগ ব্যায়াম সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অন্য সকল খাত নিয়ে মতবিনিময় করেছেন।”

এর আগে, জার্মানী পৌঁছানোর পর আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। চ্যান্সেলর স্কোলজ ফেডারেল চ্যান্সেলারিতে অভ্যর্থনা জানান মোদীকে। জার্মানীতে অবস্থানকালে ভারত ও জার্মানির মধ্যে দ্বিবার্ষিক আন্তঃসরকারি পরামর্শের ষষ্ঠ রাউন্ডে বৈঠকে অংশ নেন মোদী।

তাছাড়া, মোদী জার্মানীতে অবতরণের পরই প্রথমেই তাঁকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দেন সেখানে বসবাসরত প্রবাসী ভারতীয়রা৷ বার্লিনের হোটেল অ্যাডলন কেমপিনস্কিতে মোদীকে কাছে পেয়ে ব্যাপক উচ্ছ্বাসে ফেঁটে পড়েন তারা।

প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকে একটি বাচ্চা মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তাঁরই একটি ছবি দেন। ছবিতে অটোগ্রাফ করে দেন মোদী। ওই বাচ্চা মেয়েটিড সঙ্গে ছবিও তুলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ এদিন বার্লিনে হোটেলটি প্রবাসী ভারতীয়দের ভিড়ে ভর্তি ছিল। প্রচুর ভারতীয় এসেছিলেন বিদেশের মাটিতে দেশের প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে ও অভ্যর্থনা জানাতে৷

এর পরেই এক খুদের সঙ্গে আলাপ হয় প্রধানমন্ত্রীর। সে একটি দেশাত্মবোধক হিন্দি গান শোনায়- “জন্মভূমি ভারত হ্যায় কর্মভূমি ভারত।” (জন্মভূমি ভারত, কর্মভূমিও ভারত) । উপস্থিত জনতা ওই গানের সঙ্গে করতালি দেয়। সব মিলিয়ে আবেগময় এক মুহূর্ত তৈরি হয়। গান শুনে খুশি হন মোদী। আদর করে আশীর্বাদ করেন খুদেকে। ইতিমধ্যে ওই গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনায় মোদী- স্কোলজ

প্রকাশ: ০৩:৩৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ০২ মে, বার্লিনে, বৈঠকে বসেন ভারত-জার্মানীর দুই শীর্ষ নেতা। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “প্রতিনিধি পর্যায়ের বৈঠকে উষ্ণ পরিবেশে আলোচনা হয়েছে দুই নেতার। দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা করেন তারা। এসময়, সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সহযোগিতার মূল ক্ষেত্রগুলোর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন তারা।”

পরবর্তীতে একটি টুইট করে এ বিষয়ে জানায় ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর। তারা লিখেছে, “ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে জার্মান চ্যান্সেলরের আলোচনা অব্যহত রয়েছে। উভয় নেতাই বাণিজ্য, সংস্কৃতি এবং যোগ ব্যায়াম সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অন্য সকল খাত নিয়ে মতবিনিময় করেছেন।”

এর আগে, জার্মানী পৌঁছানোর পর আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। চ্যান্সেলর স্কোলজ ফেডারেল চ্যান্সেলারিতে অভ্যর্থনা জানান মোদীকে। জার্মানীতে অবস্থানকালে ভারত ও জার্মানির মধ্যে দ্বিবার্ষিক আন্তঃসরকারি পরামর্শের ষষ্ঠ রাউন্ডে বৈঠকে অংশ নেন মোদী।

তাছাড়া, মোদী জার্মানীতে অবতরণের পরই প্রথমেই তাঁকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দেন সেখানে বসবাসরত প্রবাসী ভারতীয়রা৷ বার্লিনের হোটেল অ্যাডলন কেমপিনস্কিতে মোদীকে কাছে পেয়ে ব্যাপক উচ্ছ্বাসে ফেঁটে পড়েন তারা।

প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকে একটি বাচ্চা মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তাঁরই একটি ছবি দেন। ছবিতে অটোগ্রাফ করে দেন মোদী। ওই বাচ্চা মেয়েটিড সঙ্গে ছবিও তুলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ এদিন বার্লিনে হোটেলটি প্রবাসী ভারতীয়দের ভিড়ে ভর্তি ছিল। প্রচুর ভারতীয় এসেছিলেন বিদেশের মাটিতে দেশের প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে ও অভ্যর্থনা জানাতে৷

এর পরেই এক খুদের সঙ্গে আলাপ হয় প্রধানমন্ত্রীর। সে একটি দেশাত্মবোধক হিন্দি গান শোনায়- “জন্মভূমি ভারত হ্যায় কর্মভূমি ভারত।” (জন্মভূমি ভারত, কর্মভূমিও ভারত) । উপস্থিত জনতা ওই গানের সঙ্গে করতালি দেয়। সব মিলিয়ে আবেগময় এক মুহূর্ত তৈরি হয়। গান শুনে খুশি হন মোদী। আদর করে আশীর্বাদ করেন খুদেকে। ইতিমধ্যে ওই গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক