বুধবার ● ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সদ্য শেষ হওয়া জার্মানি সফরকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানি ছেড়ে ডেনমার্কের কোপেনহেগেন রওনা করার সময় এক টুইট বার্তায় ভারত সরকারের সুপ্রিমো বলেন, “আমার জার্মানি সফরটি একটি ফলপ্রসূ হয়েছে। জার্মান চ্যান্সেলরের সাথে আলোচনা ব্যাপক ছিল এবং আন্তঃ-সরকারি পরামর্শও ছিল। জার্মানির ব্যবসায়িক এবং ভারতীয় সম্প্রদায়ের নেতাদের সাথে আলাপচারিতার একটি দুর্দান্ত সুযোগ পেয়েছি। অত্যন্ত উষ্ণ আতিথেয়তার জন্য আমি জার্মান সরকারকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, প্রায় দু বছর পর তিনদিনের ইউরোপ সফরে বেরিয়ে প্রথমেই জার্মানি গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্লিনে পৌঁছে সোমবার জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি৷ একই দিনে, ৬ষ্ঠ ভারত-জার্মানি ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশন বৈঠক এবং ভিন্ন আরেকটি বাণিজ্যিক রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেন তিনি।
এছাড়া, জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রায় ১৬০০ ছাত্র, গবেষক এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের সাথেও দেখা করেন মোদী। পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উক্ত তথ্যাদি নিশ্চিত করে এক বিবৃতিও দেয়া হয়। জানানো হয়েছে, ভারতীয় প্রবাসীদেরকে ইউরোপের সাথে ভারতের সম্পর্কের সবচেয়ে বড় নোঙর আখ্যা দিয়েছেন মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক