নরওয়ের দক্ষতা এবং ভারতের কাজের ক্ষেত্র স্বাভাবিকভাবেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অভিমত ব্যক্ত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ০৪ মে, বুধবার, কোপেনহেগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনের ফাঁকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এমন মন্তব্য করেন ভারত সরকারের সুপ্রিমো।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানায়, দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান কার্যক্রম পর্যালোচনা পূর্বক ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেছেন ভারত ও নরওয়ের প্রধানমন্ত্রী। ২০২১ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী স্টোরের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিলো দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি হাইলাইট করেছেন যে নরওয়ের দক্ষতা এবং ভারতের কাজের ক্ষেত্র স্বাভাবিকভাবেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
জানা গিয়েছে, উভয় নেতা ব্লু ইকোনমি, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন, সৌর ও বায়ু প্রকল্প, সবুজ শিপিং, মৎস্য, জল ব্যবস্থাপনা, বৃষ্টির জল সংগ্রহ, মহাকাশ সহযোগিতা, দীর্ঘমেয়াদী অবকাঠামো বিনিয়োগ, স্বাস্থ্য ও সংস্কৃতি, এমইএ-এর মতো ক্ষেত্রে গভীর সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
এছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। একই সাথে, নিরাপত্তা পরিষদের এর সদস্য হিসাবে ভারত এবং নরওয়ে পারস্পরিক স্বার্থের বৈশ্বিক বিষয়গুলোতে জাতিসংঘে এঁকে অন্যকে সমর্থনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ডেনমার্কের কোপেনহেগেনে উপস্থিত হয়েছেন ভারত, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের প্রধানমন্ত্রীরা। এর আগে ২০১৮ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিলো প্রথম শীর্ষ সম্মেলন। সম্মেলনের শেষে ফ্রান্সে যাবার কথা রয়েছে মোদীর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক