০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আর্থিক সম্পর্ক বাড়াবে ভারত-আইসল্যান্ড

ভারত ও আইসল্যান্ডের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসডোতির। ০৪ মে, বুধবার, কোপেনহেগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন তারা। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর।

দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উভয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে ভূ-তাপীয় শক্তি, ব্লু ইকোনমি, আর্কটিক, নবায়নযোগ্য শক্তি, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণ, ডিজিটাল বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুজনে।

পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, “বিশেষ করে, ভূ-তাপীয় শক্তি এমন একটি ক্ষেত্র, যেখানে আইসল্যান্ডের বিশেষ দক্ষতা রয়েছে। উভয় পক্ষই এই সেক্টরে উভয় দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার উপর জোর দিয়েছে।” একই সাথে, লিঙ্গ সমতা প্রচারে প্রধানমন্ত্রী জ্যাকবসডত্তিরের ব্যক্তিগত প্রচেষ্টার প্রশংসা করেছেন মোদী।

এসবের পাশাপাশি ভারত ও আইসল্যান্ডের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। এছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি, প্রথম নর্ডিক শীর্ষ সম্মেলনের সময় অনুষ্ঠিত বৈঠকের কথাও স্মরণ করতে দেখা যায় দুই প্রধানমন্ত্রীকে।

উল্লেখ্য, চলতি বছরে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে ভারত ও আইসল্যান্ড। প্রসঙ্গত, দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ডেনমার্কের কোপেনহেগেনে উপস্থিত হয়েছেন ভারত, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের প্রধানমন্ত্রীরা। এর আগে ২০১৮ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিলো প্রথম শীর্ষ সম্মেলন। সম্মেলনের শেষে ফ্রান্সে যাবার কথা রয়েছে মোদীর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আর্থিক সম্পর্ক বাড়াবে ভারত-আইসল্যান্ড

প্রকাশ: ০২:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২

ভারত ও আইসল্যান্ডের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসডোতির। ০৪ মে, বুধবার, কোপেনহেগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন তারা। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর।

দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উভয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে ভূ-তাপীয় শক্তি, ব্লু ইকোনমি, আর্কটিক, নবায়নযোগ্য শক্তি, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণ, ডিজিটাল বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুজনে।

পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, “বিশেষ করে, ভূ-তাপীয় শক্তি এমন একটি ক্ষেত্র, যেখানে আইসল্যান্ডের বিশেষ দক্ষতা রয়েছে। উভয় পক্ষই এই সেক্টরে উভয় দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার উপর জোর দিয়েছে।” একই সাথে, লিঙ্গ সমতা প্রচারে প্রধানমন্ত্রী জ্যাকবসডত্তিরের ব্যক্তিগত প্রচেষ্টার প্রশংসা করেছেন মোদী।

এসবের পাশাপাশি ভারত ও আইসল্যান্ডের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। এছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি, প্রথম নর্ডিক শীর্ষ সম্মেলনের সময় অনুষ্ঠিত বৈঠকের কথাও স্মরণ করতে দেখা যায় দুই প্রধানমন্ত্রীকে।

উল্লেখ্য, চলতি বছরে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে ভারত ও আইসল্যান্ড। প্রসঙ্গত, দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ডেনমার্কের কোপেনহেগেনে উপস্থিত হয়েছেন ভারত, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের প্রধানমন্ত্রীরা। এর আগে ২০১৮ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিলো প্রথম শীর্ষ সম্মেলন। সম্মেলনের শেষে ফ্রান্সে যাবার কথা রয়েছে মোদীর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক