ফিনল্যান্ডের কোম্পানীসমূহকে ভারতের কোম্পানীগুলোর সাথে যৌথভাবে ‘আত্মনির্ভর ভারত’ গঠন উদ্যোগে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে, ভারতের টেলিকম পরিষেবা অবকাঠামো এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান প্রচুর সম্ভাবনা ও সুযোগের সদ্ব্যবহার করতে ফিনিশ কোম্পানিগুলোকে পরামর্শ দেন তিনি।
০৪ মে, বুধবার, কোপেনহেগেনে দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনের ফাঁকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই ফিনিশ কোম্পানী সমূহের উদ্দেশ্যে এমন বার্তা দেন ভারত সরকারের সুপ্রিমো। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, এবারই প্রথমবারের মতো ব্যক্তিগত পর্যায়ে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ও প্রধানমন্ত্রী মোদী। এসময়, ১৬ মার্চ, ২০২১ সালে দুইজনের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে গৃহীত কর্মসূচির ফলাফল বাস্তবায়নে যে অগ্রগতি হয়েছে, তাঁর পর্যালোচনা করেন দুই নেতা। এতে সন্তুষ্টিও প্রকাশ করেছেন উভয়ে।
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, টেকসইতা, ডিজিটালাইজেশন এবং বিজ্ঞান ও শিক্ষায় সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর। এআই, কোয়ান্টাম কম্পিউটিং, ভবিষ্যতের মোবাইল প্রযুক্তি, পরিষ্কার প্রযুক্তি এবং স্মার্ট গ্রিডের মতো নতুন এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার সুযোগ নিয়েও আলোচনা করেছেন তারা।
প্রসঙ্গত, দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ডেনমার্কের কোপেনহেগেনে উপস্থিত হয়েছেন ভারত, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের প্রধানমন্ত্রীরা। এর আগে ২০১৮ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিলো প্রথম শীর্ষ সম্মেলন। সম্মেলনের শেষে ফ্রান্সে যাবার কথা রয়েছে মোদীর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক