জাতিসংঘের নতুন তিনটি শান্তিরক্ষা প্রকল্পের জন্য স্বেচ্ছায় আর্থিক অনুদান দিয়েছে ভারত। বৃহস্পতিবার, নিউইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের এক বিবৃতিতে জানানো হয়, সমাজে আইনের শাসনকে শক্তিশালী করতে, শান্তিরক্ষীদের বিরুদ্ধে অপরাধ ঠেকানোর জন্য একটি ডাটাবেস তৈরি করতে এবং কৌশলগত যোগাযোগের মাধ্যমে নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়ন করতে ৬ লক্ষ ১৫ হাজার ৩৬১ ডলারের একটি চেক জাতিসংঘের শান্তি অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্সের কাছে হস্তান্তর করেছে ভারত।
এর আগে গত আগস্টে নিরাপত্তা পরিষদে সভাপতিত্বকালীন সময়ে ইতিহাসে প্রথমবারের মতো শান্তিরক্ষীদের নিরাপত্তা ইস্যুতে বৈঠক আহবান করেছিলো ভারত। সেসময়, ২৫৮৯ নং রেজুলেশন গ্রহণের মাধ্যমে রক্ষকদের সুরক্ষা শীর্ষক একটি বিলও পাশ করেছিলো নয়াদিল্লী।
এছাড়া, একই বিলের আওতায় প্রত্যন্ত অঞ্চলে শান্তিরক্ষীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ডাটাবেজ তৈরীর কথাও বলা হয়েছিলো। তাছাড়া, নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালনের শুরুর সময়কাল থেকেই নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বিশেষ জোর দিয়ে আসছে ভারত। এক্ষেত্রে সমাজের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শান্তি, পুনরুদ্ধার এবং উন্নয়নের দূত হিসেবে মহিলাদের কণ্ঠস্বরকে বাড়িয়ে তোলার দাবিও বহুদিন যাবত জানিয়ে আসছে ভারত।
জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের বিবৃতি অনুসারে, ভারত জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ শান্তিরক্ষী মেমোরিয়ালে একটি ভৌত স্মৃতি প্রাচীর নির্মাণের পদ্ধতি চিহ্নিত করে একটি সম্ভাব্যতা অধ্যয়নের জন্য অর্থায়নে অবদান রাখতেও সম্মত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক