০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিল্প সম্পর্ক বাড়াবে ভারত-ইতালি

দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শিল্প সম্পর্ক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত ও ইতালি। ০৬ মে, শুক্রবার, নয়াদিল্লিতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইওর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেয় দেশ দুটো। পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর।

পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেও। তিনি লিখেছেন, “ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক উষ্ণ ও ফলপ্রসূ বৈঠক করলাম। সাইবার নিরাপত্তা, এস&টি এবং মহাকাশ খাতে আমাদের সম্প্রসারিত সহযোগিতার কথা উল্লেখ করেছি। আত্মনির্ভর ভারত গড়তে প্রযুক্তি হস্তান্তরে ইতালীয় কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি।”

উল্লেখ্য, প্রথমবারের মতো ভারত সফর করছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও। গত ০৪ নভেম্বর ভারতে আসেন তিনি। প্রথমেই বেঙ্গালুরু যান তিনি। সেখানে কর্ণাটকের মূখ্যমন্ত্রী বাসাভরাজ বোমাইয়ের সাথে সাক্ষাৎ হয় তাঁর। এরপর নয়াদিল্লিতে আসেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের সাথেও বৈঠক করেন তিনি।

জানা গিয়েছে, দুই মন্ত্রীর বৈঠকের সময় নভেম্বর, ২০২০-এর শীর্ষ ভার্চুয়াল সামিটে গৃহীত ২০২০-২০২৪ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ অবস্থা পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও, সন্ত্রাস, সহিংস চরমপন্থা এবং সাইবার অপরাধ সম্পর্কিত সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উভয় পররাষ্ট্রমন্ত্রী।

একই সাথে, গত বছর প্রধানমন্ত্রীর ইতালি সফরের সময় ঘোষিত শক্তি পরিবর্তনের উপর ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্বের বাস্তবায়ন নিয়েও আলোচনা করেছেন জয়শঙ্কর ও লুইগি। পাশাপাশি, গ্যাস পরিবহন, সবুজ হাইড্রোজেন, জৈব জ্বালানী এবং শক্তি সঞ্চয়ের মতো ক্ষেত্রে অংশীদারিত্ব অন্বেষণ করতে সম্মত হয়েছেন তারা।

আলোচনাকালে, আগামী ১৬ নভেম্বর, ২০২২ এ দিল্লিতে একটি এনার্জি ট্রানজিশন এবং সার্কুলার ইকোনমি সংক্রান্ত ভারত – ইতালি টেক সামিট যৌথভাবে আয়োজন করতে সম্মত হয়েছেন দুই দেশের প্রতিনিধি দল।

এদিকে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) সহ ইতালিয়ান স্পেস এজেন্সি Elettra Sinctrotrone Trieste-এর পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডি মাইও।

প্রসঙ্গত, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও ইতালির মধ্যে। জি-২০, জাতিসংঘ সহ বিশ্বের বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে এঁকে অন্যকে সমর্থন দিয়ে থাকে দেশ দুটো। একই সঙ্গে, দু দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ব্যপক বিস্তৃত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিল্প সম্পর্ক বাড়াবে ভারত-ইতালি

প্রকাশ: ০৩:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শিল্প সম্পর্ক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত ও ইতালি। ০৬ মে, শুক্রবার, নয়াদিল্লিতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইওর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেয় দেশ দুটো। পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর।

পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেও। তিনি লিখেছেন, “ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক উষ্ণ ও ফলপ্রসূ বৈঠক করলাম। সাইবার নিরাপত্তা, এস&টি এবং মহাকাশ খাতে আমাদের সম্প্রসারিত সহযোগিতার কথা উল্লেখ করেছি। আত্মনির্ভর ভারত গড়তে প্রযুক্তি হস্তান্তরে ইতালীয় কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি।”

উল্লেখ্য, প্রথমবারের মতো ভারত সফর করছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও। গত ০৪ নভেম্বর ভারতে আসেন তিনি। প্রথমেই বেঙ্গালুরু যান তিনি। সেখানে কর্ণাটকের মূখ্যমন্ত্রী বাসাভরাজ বোমাইয়ের সাথে সাক্ষাৎ হয় তাঁর। এরপর নয়াদিল্লিতে আসেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের সাথেও বৈঠক করেন তিনি।

জানা গিয়েছে, দুই মন্ত্রীর বৈঠকের সময় নভেম্বর, ২০২০-এর শীর্ষ ভার্চুয়াল সামিটে গৃহীত ২০২০-২০২৪ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ অবস্থা পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও, সন্ত্রাস, সহিংস চরমপন্থা এবং সাইবার অপরাধ সম্পর্কিত সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উভয় পররাষ্ট্রমন্ত্রী।

একই সাথে, গত বছর প্রধানমন্ত্রীর ইতালি সফরের সময় ঘোষিত শক্তি পরিবর্তনের উপর ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্বের বাস্তবায়ন নিয়েও আলোচনা করেছেন জয়শঙ্কর ও লুইগি। পাশাপাশি, গ্যাস পরিবহন, সবুজ হাইড্রোজেন, জৈব জ্বালানী এবং শক্তি সঞ্চয়ের মতো ক্ষেত্রে অংশীদারিত্ব অন্বেষণ করতে সম্মত হয়েছেন তারা।

আলোচনাকালে, আগামী ১৬ নভেম্বর, ২০২২ এ দিল্লিতে একটি এনার্জি ট্রানজিশন এবং সার্কুলার ইকোনমি সংক্রান্ত ভারত – ইতালি টেক সামিট যৌথভাবে আয়োজন করতে সম্মত হয়েছেন দুই দেশের প্রতিনিধি দল।

এদিকে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) সহ ইতালিয়ান স্পেস এজেন্সি Elettra Sinctrotrone Trieste-এর পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডি মাইও।

প্রসঙ্গত, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও ইতালির মধ্যে। জি-২০, জাতিসংঘ সহ বিশ্বের বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে এঁকে অন্যকে সমর্থন দিয়ে থাকে দেশ দুটো। একই সঙ্গে, দু দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ব্যপক বিস্তৃত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক