আগামীকাল তিনদিনের সফরে কাতার যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। তথ্যটি নিশ্চিত করে ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাতারে অবস্থানকালে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি এবং শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-ঘানিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন মুরালিধরণ।
এছাড়া, কাতারে কর্মরত ভারতীয় ব্লু-কলার কর্মীদের সাথে শ্রম দিবস উদযাপনে অংশ নিবেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথেও সাক্ষাতে করতে পারেন তিনি। সেখানে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে ভারতীয় প্রবাসীদের দ্বারা দেয়া একটি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তাঁর।
মুরালির এই সফরে ভারতের সাথে কাতারের ক্রমবর্ধমান সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বস্তুত, উভয় রাষ্ট্রের মধ্যে এক ঘনিষ্ঠ ও চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। করোনা মহামারীতে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তাছাড়া, কাতারে প্রায় ৭ লাখ ভারতীয় বসবাস করেন। এর মাধ্যমে দেশটিতে একক বৃহত্তম প্রবাসী সম্প্রদায় গঠন করেছে ভারতীয়রা।
২০২৩ সালে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করে উভয় রাষ্ট্র। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক