০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় মন্ত্রীর পানামা, হন্ডুরাস ও চিলি সফর

সম্প্রতি পানামা, হন্ডুরাস এবং চিলি সফর করে এসেছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। ২৮ এপ্রিল থেকে ০৫ মে অবধি সপ্তাহকাল সময়জুড়ে তাঁর সাম্প্রতিক এই সফর মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে ভারতের সম্পর্ককে নতুন গতি দিয়েছে। সফর হতে প্রাপ্ত ফলাফল নিয়েই আমাদের আজকের আলোচনা।

পানামার সাথে ঘনিষ্ঠ সহযোগিতা:

উক্ত সফরকালে ২৮ এপ্রিল হতে ১ মে পর্যন্ত সময়ে পানামা সফর করেন লেখি। এসময়, পানামার পররাষ্ট্রমন্ত্রী এরিকা মাউইনেস, পানামা সরকারের মন্ত্রী জনাইনা তেওয়ানিও এবং সংস্কৃতি মন্ত্রী গিসেল গঞ্জালেজ ভিলারুর, খাল প্রশাসন মন্ত্রী অ্যারিস্টিডেস রায়োর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি পর্যালোচনা করেন তিনি। এসময়, উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য ও ফার্মা, আয়ুষ, আইটি, মহাকাশ ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মতে, ভারত ও পানামার মধ্যে কূটনৈতিক মিশন/পোস্টের আধিকারিকদের নির্ভরশীলদের জন্য লাভজনক কর্মসংস্থান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে লেখির সফরকালে। এছাড়া, বহুপাক্ষিক ফোরামে বৃহত্তর সহযোগিতা অন্বেষণ করতে সম্মত হয়েছে দু পক্ষ।

লেখির পানামা সফরকালেই ২০২১-২৪ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত-পানামা। এসময়, মুক্ত বাণিজ্য চুক্তি ও খাল খনন প্রযুক্তি নিয়েও ভারত-পানামা আলোচনা অনেকটাই এগিয়েছে।

এসবের পাশাপাশি, একটি হিন্দু মন্দির পরিদর্শনেও গিয়েছিলেন লেখি। সেখানে ঐতিহ্যবাহী গরবায় অংশ নেন তিনি এবং একটি অশোক গাছ রোপণ করেন। ভারতীয় সম্প্রদায়ের আয়োজন করা এক সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন তিনি। উল্লেখ্য, পানামায় প্রায় ১৫ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন।

হন্ডুরাসে ফলপ্রসূ সফর:

পানামা সফর শেষ করেই হন্ডুরাস সফরে যান লেখি। ০১ মে হতে ০৩ মে অবধি সেখানে অবস্থান করেন তিনি। এসময়, দেশটির রাষ্ট্রপতি আইরিস জিওমারা কাস্ত্রো সারমিয়েন্টোর সাথে দেখা করেন তিনি। রাসের ভারপ্রাপ্ত পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী আন্তোনিও গার্সিয়ার এবং কৃষিমন্ত্রী লরা সুয়াজোর সাথেও দেখা করেন মীনাক্ষী লেখি।

হন্ডুরাসে অবস্থানকালে সেখানে ভারত সরকারের ২৬.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে নির্মিতব্য জামাস্ট্রান ভ্যালি সেচ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লেখি। এই প্রকল্পটি হন্ডুরাসের ৩০৬০ হেক্টর জমিতে সেচ দেবে এবং প্রায় ১২০০ কৃষককে উপকৃত করবে বলে অনুমান করা হয়।

এছাড়া, আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে হন্ডুরাসের বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ভারতের 75 বছরের বৃদ্ধির গল্প’ -শীর্ষক আলোচনায় বক্তব্য দেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে প্রায় তিন শতাধিক ভারতীয় শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

পরিদর্শনের সময়, তিনি হন্ডুরাসের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আইডিওয়াই ২০২২-এর জন্য একটি পর্দা উত্থাপন অনুষ্ঠানে যোগদান করেন এবং বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন।

 

ভারত-চিলি দ্বিপাক্ষিক সম্পর্কের বিশদ পর্যালোচনা:

লাতিন আমেরিকা সফরের শেষ পর্যায়ে চিলিতে যান ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা নোগুয়েরার সাথে দেখা করেন তিনি। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উভয় পক্ষই ফার্মা, মহাকাশ, নবায়নযোগ্য শক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য দ্বিপাক্ষিক চুক্তির তাড়াতাড়ি সমাপ্তির সুবিধার্থে তাদের নিজ নিজ অভ্যন্তরীণ প্রক্রিয়াকে গতিশীল করতে সম্মত হয়েছে। তারা তাদের অভিন্ন মূল্যবোধ ও নীতির প্রেক্ষিতে প্রশান্ত মহাসাগরীয় জোট এবং বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করতেও সম্মত হয়েছে।

চিলির সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী জুলিয়েটা ব্রডস্কি হার্নান্দেজের সাথেও বৈঠক করেন লেখি। এসময়, উভয় পক্ষ একে অপরের দেশে চলচ্চিত্র প্রদর্শন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করতে সম্মত হয়। মোদী মন্ত্রীসভার এই গুরুত্বপূর্ণ সদস্য চিলির চেম্বার অফ ডেপুটিজের স্পিকার রাউল সোটো এবং ভারত-চিলি সংসদীয় বন্ধুত্ব গ্রুপের প্রেসিডেন্ট সিকার্ডিনির সাথে দেখা করেছেন। তিনি চিলির সংসদের একটি অধিবেশনও দেখেন এই সফরকালে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারতীয় মন্ত্রীর পানামা, হন্ডুরাস ও চিলি সফর

প্রকাশ: ০৪:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

সম্প্রতি পানামা, হন্ডুরাস এবং চিলি সফর করে এসেছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। ২৮ এপ্রিল থেকে ০৫ মে অবধি সপ্তাহকাল সময়জুড়ে তাঁর সাম্প্রতিক এই সফর মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে ভারতের সম্পর্ককে নতুন গতি দিয়েছে। সফর হতে প্রাপ্ত ফলাফল নিয়েই আমাদের আজকের আলোচনা।

পানামার সাথে ঘনিষ্ঠ সহযোগিতা:

উক্ত সফরকালে ২৮ এপ্রিল হতে ১ মে পর্যন্ত সময়ে পানামা সফর করেন লেখি। এসময়, পানামার পররাষ্ট্রমন্ত্রী এরিকা মাউইনেস, পানামা সরকারের মন্ত্রী জনাইনা তেওয়ানিও এবং সংস্কৃতি মন্ত্রী গিসেল গঞ্জালেজ ভিলারুর, খাল প্রশাসন মন্ত্রী অ্যারিস্টিডেস রায়োর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি পর্যালোচনা করেন তিনি। এসময়, উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য ও ফার্মা, আয়ুষ, আইটি, মহাকাশ ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মতে, ভারত ও পানামার মধ্যে কূটনৈতিক মিশন/পোস্টের আধিকারিকদের নির্ভরশীলদের জন্য লাভজনক কর্মসংস্থান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে লেখির সফরকালে। এছাড়া, বহুপাক্ষিক ফোরামে বৃহত্তর সহযোগিতা অন্বেষণ করতে সম্মত হয়েছে দু পক্ষ।

লেখির পানামা সফরকালেই ২০২১-২৪ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত-পানামা। এসময়, মুক্ত বাণিজ্য চুক্তি ও খাল খনন প্রযুক্তি নিয়েও ভারত-পানামা আলোচনা অনেকটাই এগিয়েছে।

এসবের পাশাপাশি, একটি হিন্দু মন্দির পরিদর্শনেও গিয়েছিলেন লেখি। সেখানে ঐতিহ্যবাহী গরবায় অংশ নেন তিনি এবং একটি অশোক গাছ রোপণ করেন। ভারতীয় সম্প্রদায়ের আয়োজন করা এক সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন তিনি। উল্লেখ্য, পানামায় প্রায় ১৫ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন।

হন্ডুরাসে ফলপ্রসূ সফর:

পানামা সফর শেষ করেই হন্ডুরাস সফরে যান লেখি। ০১ মে হতে ০৩ মে অবধি সেখানে অবস্থান করেন তিনি। এসময়, দেশটির রাষ্ট্রপতি আইরিস জিওমারা কাস্ত্রো সারমিয়েন্টোর সাথে দেখা করেন তিনি। রাসের ভারপ্রাপ্ত পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী আন্তোনিও গার্সিয়ার এবং কৃষিমন্ত্রী লরা সুয়াজোর সাথেও দেখা করেন মীনাক্ষী লেখি।

হন্ডুরাসে অবস্থানকালে সেখানে ভারত সরকারের ২৬.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে নির্মিতব্য জামাস্ট্রান ভ্যালি সেচ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লেখি। এই প্রকল্পটি হন্ডুরাসের ৩০৬০ হেক্টর জমিতে সেচ দেবে এবং প্রায় ১২০০ কৃষককে উপকৃত করবে বলে অনুমান করা হয়।

এছাড়া, আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে হন্ডুরাসের বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ভারতের 75 বছরের বৃদ্ধির গল্প’ -শীর্ষক আলোচনায় বক্তব্য দেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে প্রায় তিন শতাধিক ভারতীয় শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

পরিদর্শনের সময়, তিনি হন্ডুরাসের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আইডিওয়াই ২০২২-এর জন্য একটি পর্দা উত্থাপন অনুষ্ঠানে যোগদান করেন এবং বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন।

 

ভারত-চিলি দ্বিপাক্ষিক সম্পর্কের বিশদ পর্যালোচনা:

লাতিন আমেরিকা সফরের শেষ পর্যায়ে চিলিতে যান ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা নোগুয়েরার সাথে দেখা করেন তিনি। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উভয় পক্ষই ফার্মা, মহাকাশ, নবায়নযোগ্য শক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য দ্বিপাক্ষিক চুক্তির তাড়াতাড়ি সমাপ্তির সুবিধার্থে তাদের নিজ নিজ অভ্যন্তরীণ প্রক্রিয়াকে গতিশীল করতে সম্মত হয়েছে। তারা তাদের অভিন্ন মূল্যবোধ ও নীতির প্রেক্ষিতে প্রশান্ত মহাসাগরীয় জোট এবং বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করতেও সম্মত হয়েছে।

চিলির সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী জুলিয়েটা ব্রডস্কি হার্নান্দেজের সাথেও বৈঠক করেন লেখি। এসময়, উভয় পক্ষ একে অপরের দেশে চলচ্চিত্র প্রদর্শন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করতে সম্মত হয়। মোদী মন্ত্রীসভার এই গুরুত্বপূর্ণ সদস্য চিলির চেম্বার অফ ডেপুটিজের স্পিকার রাউল সোটো এবং ভারত-চিলি সংসদীয় বন্ধুত্ব গ্রুপের প্রেসিডেন্ট সিকার্ডিনির সাথে দেখা করেছেন। তিনি চিলির সংসদের একটি অধিবেশনও দেখেন এই সফরকালে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক