জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জে স্মিথের সাথে ফোনালাপ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ১৫ মে ক্যারিবীয় দেশটিতে ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরকে কেন্দ্র করে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছেন ভারতীয় পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, আলোচনাকালে কোবিন্দের সফরের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। এসময়, কমনওয়েলথ মহাসচিব পদের জন্য নিজের প্রার্থিতা সম্পর্কে জয়শঙ্করকে অবহিত করেন জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপের বিষয়ে একটি টুইট করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজেও।
উল্লেখ্য, আগামী ২০-২৫ জুন রুয়ান্ডার কিগালিতে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে মহাসচিব নিয়োগের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৫-১৮ মে অবধি সময়কালে জ্যামাইকা সফরে যাবেন ভারতীয় রাষ্ট্রপতি। প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে দেশটির সফরে যাচ্ছেন তিনি। এসময়, দেশটির রাষ্ট্রপতি গভর্নর জেনারেল স্যার প্যাট্রিক অ্যালেনের সাথে প্রতিনিধি পর্যায়ে বৈঠকে বসবেন তিনি।
পাশাপাশি জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। একই সাথে, দেশটির পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ভারতীয় রাষ্ট্রপতি।
জ্যামাইকার সাথে ঘনিষ্ঠ ও গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারতের। দেশটিতে প্রায় ৭০,০০০ ভারতীয় নাগরিক বসবাস করেন। তাছাড়া, চলতি বছর দু দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ণ হতে চলেছে।
জ্যামাইকা সফর শেষ করেই সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন’ এর উদ্দেশ্যে রওনা করবেন কোবিন্দ। ১৮ থেকে ২১ মে অবধি দেশটিতে অবস্থান করবেন তিনি। এসময়, দেশটির রাষ্ট্রপতি গভর্নর জেনারেল সুসান ডুগানের সঙ্গে আলোচনা করবেন তিনি।
একই সাথে, দেশটির প্রধানমন্ত্রী রালফ ই গনসালভেস এবং অন্যান্য বিশিষ্টজনের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। পাশাপাশি দেশটির হাউস অব অ্যাসেম্বলিতে ভাষণ দেবেন ভারতীয় রাষ্ট্রপতি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক