কাতারে বসবাসরত ভারতীয় প্রবাসী ব্যবসায়ীদেরকে ভারত-কাতার অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারিত করার জন্য ভারতের শক্তিকে কাজে লাগানোর ডাক জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। ০৯ মে, সোমবার, কাতারে সফরকালে সেখানে বসবাসরত ভারতীয় ব্যবসায়ী এবং ইন্ডিয়ান বিজনেস অ্যান্ড প্রফেশনাল কাউন্সিলের (আইবিপিসি) সদস্যদের সাথে মতবিনিময়কালে এই আহবান জানান মন্ত্রী।
পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মুরালি নিজেই। সেখানে তিনি লিখেছেন, “ভারত-কাতার সম্পর্ক বাঁড়াতে ভারতীয় শক্তিকে কাজে লাগানোর আহবান জানিয়েছি।”
এছাড়া, দেশটিতে অবস্থানরত ভারতীয় প্রবাসীদের সাথে সাক্ষাৎ করে একটি অভ্যর্থনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি। এরপর টুইটে মন্ত্রী জানান, “আজাদি কা অমৃত মহোৎসব এর অংশ হিসেবে এখানকার ভারতীয় দূতাবাস কর্তৃক আয়োজিত একটি অভ্যর্থনা সভায় ভারতীয় সম্প্রদায়ের মানুষদের সাথে আলাপচারিতা করতে পেরে দারুণ আনন্দিত ও উৎফুল্ল।”
এসব সাক্ষাতকালে, প্রবাসীদের নিকট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতের রূপান্তর তুলে ধরেন বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, কাতারস্থ ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় কমিউনিটি বেনেভোলেন্ট ফোরাম এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সাথেও দেখা করেছেন মুরালিধরণ।
এর আগে তিনদিনের রাষ্ট্রীয় সফরে কাতার যান ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তথ্যটি নিশ্চিত করে ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছিলো, কাতারে অবস্থানকালে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি এবং শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-ঘানিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন মুরালিধরণ।
এছাড়া, কাতারে কর্মরত ভারতীয় ব্লু-কলার কর্মীদের সাথে শ্রম দিবস উদযাপনে অংশ নিবেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথেও সাক্ষাতে করতে পারেন তিনি।
মুরালির এই সফরে ভারতের সাথে কাতারের ক্রমবর্ধমান সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বস্তুত, উভয় রাষ্ট্রের মধ্যে এক ঘনিষ্ঠ ও চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। করোনা মহামারীতে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তাছাড়া, কাতারে প্রায় ৭ লাখ ভারতীয় বসবাস করেন। এর মাধ্যমে দেশটিতে একক বৃহত্তম প্রবাসী সম্প্রদায় গঠন করেছে ভারতীয়রা।
২০২৩ সালে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করে উভয় রাষ্ট্র। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক