নির্বাচনে জয়ী হওয়ার পর অবশেষে দায়িত্বও গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ১০ মে, মঙ্গলবার, দায়িত্ব গ্রহণের ঠিক পরপরই তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময়, যথাসম্ভব শীঘ্রই ইউনের সাথে সাক্ষাতের এবং দু দেশের সম্পর্ককে শক্তিশালী ও সমৃদ্ধ করার আগ্রহও প্রকাশ করেন মোদী।
এক টুইট বার্তায় ইউনকে অভিনন্দিত করার মাধ্যমে মোদী লেখেন, “আমি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই, কারণ তিনি আজ অফিসে তাঁর মেয়াদ শুরু করেছেন। আমি শীঘ্রই তাঁর সাথে দেখা করার এবং দু দেশের সম্পর্ক শক্তিশালী ও সমৃদ্ধ করতে তাঁর সাথে কাজ করতে আগ্রহী।”
এর আগে গত ১৬ মার্চ দক্ষিণ কোরিয়ার নব-নির্বাচিত রাষ্ট্রপতি ইউন সুক-ইওলের সাথে ফোনালাপ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময়, রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় ইউনকে অভিনন্দন জানান মোদী। আলোচনাকালে ভারত-কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও প্রসারিত ও গভীর করতে মতবিনিময় করেন দুই নেতা।
জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে শীঘ্রই ভারতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদী। উল্লেখ্য, আগামী বছর দু দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হতে চলেছে। ইউনকে একত্রে এই মাইলফলক উদযাপনের আহবানও জানিয়েছেন মোদী। ১৯৬২ সালে দ্বিপাক্ষিক কনস্যুলার সম্পর্ক স্থাপন করে ভারত ও দক্ষিণ কোরিয়া এবং ১৯৭৩ সালে দু দেশের সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত হয়।
গত ১০ মার্চ, বৃহস্পতিবার, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসেবে ভোটে জয়যুক্ত হোন দেশটির রক্ষণশীল নেতা ইউন সুক-ইওল। সেসময়য়, তাঁকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি ইউন সুক-ইওলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত ও জোরদার করতে তাঁর সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”
সাম্প্রতিককালের সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নির্বাচনে জয়যুক্ত হয়েছেন দেশটির বিরোধী দলীয় প্রার্থী ইউন সুক-ইওল। নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির লি জায়ে-মিউংকে হারিয়ে ক্ষমতা দখল করেন তিনি। ইওল পেয়েছেন প্রায় ৪৮.৬ শতাংশ ভোট। অন্যদিকে, মিউং পেয়েছেন প্রায় ৪৭.৮ শতাংশ ভোট। নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৯৮ শতাংশ ভোটার।
প্রসঙ্গত, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দক্ষিণ কোরিয়ার। প্রযুক্তি খাত সহ দ্বিপাক্ষিক বাণিজ্যের অন্যান্য খাতে ব্যাপক অংশীদারিত্ব রয়েছে দু দেশের। দক্ষিণ কোরিয়ায় তৈরী প্রযুক্তি সামগ্রীর ব্যাপক কদর রয়েছে গোটা ভারতীয় উপমহাদেশে।
তাছাড়া, জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা সহ বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে প্রায়ই এঁকে অন্যকে সমর্থন দিয়ে থাকে ভারত ও দক্ষিণ কোরিয়া। সর্বশেষ গত ২০১০ সালে ভারতে সফর করেছিলেন তৎকালীন কোরিয়ান রাষ্ট্রপতি লি মিউং-বাকের।
অন্যদিকে, ২০১৯ সালে দক্ষিণ কোরিয়া সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক