গত এপ্রিল মাসে ভারতের পণ্যদ্রব্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার। শুক্রবার, ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুসারে, এপ্রিল, ২০২১ এর শুরুতে ভারতের রপ্তানি পরিমাণ ছিলো ৩০.৭৫ বিলিয়ন ডলার। গতবছরের তুলনায় এ বছর প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের পণ্যদ্রব্য রপ্তানি।
জানা গিয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে ভারতের অ-পেট্রোলিয়াম রপ্তানির মূল্য ছিল প্রায় ৩০.৪৬ বিলিয়ন মার্কিন ডলার। গতবছর একই সময়ে এই পরিমাণ ছিলো ২৭.১২ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, গতবছরের চেয়ে প্রায় ১২.৩২ শতাংশ বেড়েছে এবারের অ-পেট্রোলিয়াম রপ্তানি।
আবার, এবছর এপ্রিল মাসের শুরুতে ভারতের নন-পেট্রোলিয়াম, নন-জেমস এবং জুয়েলারি রপ্তানির মূল্য প্রায় ২৭.৬০ বিলিয়ন মার্কিন ডলার। যা গতবছর ছিলো ২৩.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে প্রায় ১৪.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে রপ্তানি পরিমাণ।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এবারের ইতিবাচক রপ্তানির ক্ষেত্রে পেট্রোলিয়াম পণ্য (১২৭.৬৯%), ইলেকট্রনিক পণ্য (৭১.৬৯%), সিরিয়াল (৬০.৮৯%), কফি (৫৯.৩৮%), প্রক্রিয়াজাত খাবার (৩৮.৮২%), চামড়াজাত পণ্য (৩৬.৬৮%) এবং রাসায়নিক দ্রব্যাদি (২৬.৭১%) নেতৃত্ব দিয়েছে।
উল্টো দিকে, এবছর ভারতের পণ্যদ্রব্য আমদানি ছিল ৫৮.২৬ বিলিয়ন মার্কিন ডলার, যা গতবছর ছিলো ৪৬.০৪ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, আমদানি বেড়েছে প্রায় সাড়ে ২৬ শতাংশ। পরিসংখ্যান অনুসারে, এই বছর নন-পেট্রোলিয়াম আমদানির পরিমাণ ছিলো ৩৮.৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গতবছর ছিলো ৩৫.২৭ বিলিয়ন মার্কিন ডলার।
সব মিলিয়ে দেখা গিয়েছে, চলতি এপ্রিলে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় ২০ বিলিয়ন ডলারের মত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক