০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সেশেলসের প্রতিরক্ষা কর্মীদের প্রশিক্ষণ দিলো ভারত

সেশেলসের প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের প্রশিক্ষণের সুবিধা দিয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঘড়িয়াল। গত ১১-১৪ মে অবধি সময়কালে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে মিশন সাগর IX এর অধীনে পোর্ট ভিক্টোরিয়ায় অবস্থানকালে সেশেলসের সামরিক কর্মীদের এই সুবিধা প্রদান করে ভারত। পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত শুক্রবার সেশেলস প্রতিরক্ষা বাহিনীকে গোলাবারুদ সহ তিনটি আনুষ্ঠানিক স্যালুটিং বন্দুকও দিয়েছে। ইতোপূর্বে, সেশেলস সরকারের কাছ থেকে প্রাপ্ত একটি প্রস্তাব অনুসরণ করে এটি বাস্তবায়িত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইএনএস ঘড়িয়ালের জাহাজে অনুষ্ঠিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বন্দুকগুলো আনুষ্ঠানিকভাবে সেশেলে ভারতের হাই কমিশনার জেনারেল দলবীর সিং সুহাগ (অব.) চিফ অফ ডিফেন্স (সিডিএফ), এসডিএফ ব্রিগেডিয়ার মাইকেল রোসেটের কাছে উপস্থাপন করেছিলেন।

পোর্ট ভিক্টোরিয়াতে যাবার আগে জাহাজটি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের জন্য কলম্বো এবং মালেতেও গিয়েছিলো। উল্লেখ্য, এর আগে মহামারীর প্রথম ও দ্বিতীয় ধাপে মিশন সাগরের আওতায় প্রায় আটটি সফল অভিযান সম্পন্ন করেছিলো ভারতীয় নৌবাহিনী৷ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

সেশেলসের প্রতিরক্ষা কর্মীদের প্রশিক্ষণ দিলো ভারত

প্রকাশ: ০৩:২৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

সেশেলসের প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের প্রশিক্ষণের সুবিধা দিয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঘড়িয়াল। গত ১১-১৪ মে অবধি সময়কালে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে মিশন সাগর IX এর অধীনে পোর্ট ভিক্টোরিয়ায় অবস্থানকালে সেশেলসের সামরিক কর্মীদের এই সুবিধা প্রদান করে ভারত। পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত শুক্রবার সেশেলস প্রতিরক্ষা বাহিনীকে গোলাবারুদ সহ তিনটি আনুষ্ঠানিক স্যালুটিং বন্দুকও দিয়েছে। ইতোপূর্বে, সেশেলস সরকারের কাছ থেকে প্রাপ্ত একটি প্রস্তাব অনুসরণ করে এটি বাস্তবায়িত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইএনএস ঘড়িয়ালের জাহাজে অনুষ্ঠিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বন্দুকগুলো আনুষ্ঠানিকভাবে সেশেলে ভারতের হাই কমিশনার জেনারেল দলবীর সিং সুহাগ (অব.) চিফ অফ ডিফেন্স (সিডিএফ), এসডিএফ ব্রিগেডিয়ার মাইকেল রোসেটের কাছে উপস্থাপন করেছিলেন।

পোর্ট ভিক্টোরিয়াতে যাবার আগে জাহাজটি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের জন্য কলম্বো এবং মালেতেও গিয়েছিলো। উল্লেখ্য, এর আগে মহামারীর প্রথম ও দ্বিতীয় ধাপে মিশন সাগরের আওতায় প্রায় আটটি সফল অভিযান সম্পন্ন করেছিলো ভারতীয় নৌবাহিনী৷ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক