০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ৪ লক্ষ টন জ্বালানী পাঠালো ভারত

ফের শ্রীলঙ্কার পাশে ভারত। অর্থনৈতিক সঙ্কটে ভোগা পড়শির পাশে দাঁড়াতে জ্বালানি তেল পাঠালো ভারত সরকার। ১২টি জাহাজের মাধ্যমে মোট ৪ লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইট করে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।

টুইটে জানানো হয়েছে, ১২টি শিপমেন্টে ৪ লক্ষ মেট্রিন টন ডিজেল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। ক্রেডিট লাইন ফর ফুয়েলের -এর অধীনে এই কাজটি করা হয়েছে।

এর আগে সম্প্রতি শ্রীলঙ্কায় ৬৫ হাজার মেট্রিক টন ইউরিয়া পাঠিয়েছিলো ভারত। কৃষিকাজে সাহায্য করার জন্যই ইউরিয়া পাঠিয়েছে ভারত। তার আগে ভারতে থাকা শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ভারতের সার মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কোভিডের সময় ধ্বসে পড়া পর্যটন শিল্পের কারণে প্রবল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা। সেই সময়ই হঠাৎ করে জৈব চাষের সিদ্ধান্ত নেওয়া হয় শ্রীলঙ্কায়। কিন্তু প্রয়োজনীয় দক্ষতা ও প্ল্যানিং ছাড়াই এমন কাজের জন্য কৃষিকাজে ভয়াবহ ক্ষতি হয়।

যার জন্য প্রবল খাদ্যসঙ্কটের মুখে পড়ে শ্রীলঙ্কা। পাশাপাশি পড়শি দেশের বিদেশি মুদ্রার তহবিলও শেষ হয়ে যায়। এর ফলে বিদেশ থেকে জ্বালানিও আনতে পারছিল না শ্রীলঙ্কা। টান পড়েছে খাবারেও। এই পরিস্থিতিতেই প্রবল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ভারতের পড়শি দেশ। সরকারি বিরোধী বিক্ষোভের কারণে দুইবার করে জরুরি অবস্থাও জারি করতে হয়েছে। শেষ পর্যন্ত পদত্যাগ করেন শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে।

তারপর থেকেই শ্রীলঙ্কায় দফায় দফায় সরকার ও সরকারি বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে মৃত্যু হয়েছে, মারা গিয়েছেন রাজনৈতিক নেতাও। তারপর শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী পদে বসেছেন রনিল বিক্রমসিংহ। পদে বসেই ভারতকে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী। সঙ্কটের সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর জন্যই ধন্যবাদ বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই এবার ডিজেল পাঠিয়ে ফের শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

শ্রীলঙ্কাকে ৪ লক্ষ টন জ্বালানী পাঠালো ভারত

প্রকাশ: ০৩:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

ফের শ্রীলঙ্কার পাশে ভারত। অর্থনৈতিক সঙ্কটে ভোগা পড়শির পাশে দাঁড়াতে জ্বালানি তেল পাঠালো ভারত সরকার। ১২টি জাহাজের মাধ্যমে মোট ৪ লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইট করে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।

টুইটে জানানো হয়েছে, ১২টি শিপমেন্টে ৪ লক্ষ মেট্রিন টন ডিজেল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। ক্রেডিট লাইন ফর ফুয়েলের -এর অধীনে এই কাজটি করা হয়েছে।

এর আগে সম্প্রতি শ্রীলঙ্কায় ৬৫ হাজার মেট্রিক টন ইউরিয়া পাঠিয়েছিলো ভারত। কৃষিকাজে সাহায্য করার জন্যই ইউরিয়া পাঠিয়েছে ভারত। তার আগে ভারতে থাকা শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ভারতের সার মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কোভিডের সময় ধ্বসে পড়া পর্যটন শিল্পের কারণে প্রবল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা। সেই সময়ই হঠাৎ করে জৈব চাষের সিদ্ধান্ত নেওয়া হয় শ্রীলঙ্কায়। কিন্তু প্রয়োজনীয় দক্ষতা ও প্ল্যানিং ছাড়াই এমন কাজের জন্য কৃষিকাজে ভয়াবহ ক্ষতি হয়।

যার জন্য প্রবল খাদ্যসঙ্কটের মুখে পড়ে শ্রীলঙ্কা। পাশাপাশি পড়শি দেশের বিদেশি মুদ্রার তহবিলও শেষ হয়ে যায়। এর ফলে বিদেশ থেকে জ্বালানিও আনতে পারছিল না শ্রীলঙ্কা। টান পড়েছে খাবারেও। এই পরিস্থিতিতেই প্রবল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ভারতের পড়শি দেশ। সরকারি বিরোধী বিক্ষোভের কারণে দুইবার করে জরুরি অবস্থাও জারি করতে হয়েছে। শেষ পর্যন্ত পদত্যাগ করেন শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে।

তারপর থেকেই শ্রীলঙ্কায় দফায় দফায় সরকার ও সরকারি বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে মৃত্যু হয়েছে, মারা গিয়েছেন রাজনৈতিক নেতাও। তারপর শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী পদে বসেছেন রনিল বিক্রমসিংহ। পদে বসেই ভারতকে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী। সঙ্কটের সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর জন্যই ধন্যবাদ বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই এবার ডিজেল পাঠিয়ে ফের শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক