০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল চালু ভারতের যুদ্ধজাহাজ সুরাট-উদয়গিরি

আগামীকাল যৌথভাবে লঞ্চ করা হবে ভারতীয় নৌবাহিনীর ১৫বি বিধ্বংসী জাহাজ আইএনএস সুরাট এবং ১৭এ ফ্রিগেট আইএনএস উদয়গিরি। মঙ্গলবার, মুম্বাইয়ের মাজগাঁও ডকস লিমিটেডে দেশীয়ভাবে প্রস্তুতকৃত জাহাজ দুটোর উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সোমবার, এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আইএনএস সুরাট হলো প্রজেক্ট ১৫বি ডেস্ট্রয়ারের ৪র্থ জাহাজ, যা পি১৫এ (কলকাতা ক্লাস) ডেস্ট্রয়ারের একটি বড় ওভারহল। এটি গুজরাটের বাণিজ্যিক শহরের নামানুসারে নামকরণ করা হয়েছে। শহরটির এক দীর্ঘ সামুদ্রিক এবং জাহাজ নির্মাণের ঐতিহ্য রয়েছে।

জানা গিয়েছে, ব্লক নির্মাণ পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে জাহাজ সুরাট। মুম্বাইয়ের এমডিএল এ জাহাজটিকে প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, প্রজেক্ট ১৫বি শ্রেণীর জাহাজগুলো হল ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রজন্মের স্টিলথ গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী, যা মাজগাঁও ডকস লিমিটেড, মুম্বাই-এ নির্মিতব্য। এই শ্রেণীর প্রথম জাহাজ ২০২১ সালে চালু করা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় জাহাজটি যাত্রা করেছে এবং সাজসজ্জা ও পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, আইএনএস উদয়গিরি হল প্রজেক্ট ১৭এ ফ্রিগেট-এর তৃতীয় জাহাজ এবং অন্ধ্র প্রদেশের বিখ্যাত পর্বত শ্রেণীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এগুলো উন্নত স্টিলথ বৈশিষ্ট্য, উন্নত অস্ত্র এবং সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম সহ পি১৭ ফ্রিগেট (শিবালিক ক্লাস) অনুসরণ করে বলে জানা গিয়েছে।

‘উদয়গিরি’ হল পূর্বের লিয়েন্ডার ক্লাস এএসডব্লিউ ফ্রিগেট ‘উদয়গিরি’-এর পুনর্জন্ম, যেটি ১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ থেকে ২৪ আগস্ট ২০০৭ পর্যন্ত তিন দশকেরও বেশি সময় ধরে দেশের প্রতি তার বর্ণাঢ্য সেবায় অসংখ্য চ্যালেঞ্জিং অপারেশন দেখেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, পি১৭এ প্রোগ্রামের অধীনে মোট সাতটি জাহাজ তৈরি করা হচ্ছে, যার মধ্যে চারটি এমডিএল এবং তিনটি জিআরএসই-তে।

প্রসঙ্গত, ১৫বি এবং পি১৭এ উভয় জাহাজই ভারতের অভ্যন্তরীণ নৌ নকশার ডিরেক্টরেট (ডিএনডি) কর্তৃক তৈরী করা হয়েছে। এসব জাহাজ নির্মাণের প্রায় ৭৫ শতাংশ কাচামাল দেশীয় সংস্থা বা কোম্পানীর থেকে নেয়া। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আগামীকাল চালু ভারতের যুদ্ধজাহাজ সুরাট-উদয়গিরি

প্রকাশ: ০৩:৫৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

আগামীকাল যৌথভাবে লঞ্চ করা হবে ভারতীয় নৌবাহিনীর ১৫বি বিধ্বংসী জাহাজ আইএনএস সুরাট এবং ১৭এ ফ্রিগেট আইএনএস উদয়গিরি। মঙ্গলবার, মুম্বাইয়ের মাজগাঁও ডকস লিমিটেডে দেশীয়ভাবে প্রস্তুতকৃত জাহাজ দুটোর উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সোমবার, এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আইএনএস সুরাট হলো প্রজেক্ট ১৫বি ডেস্ট্রয়ারের ৪র্থ জাহাজ, যা পি১৫এ (কলকাতা ক্লাস) ডেস্ট্রয়ারের একটি বড় ওভারহল। এটি গুজরাটের বাণিজ্যিক শহরের নামানুসারে নামকরণ করা হয়েছে। শহরটির এক দীর্ঘ সামুদ্রিক এবং জাহাজ নির্মাণের ঐতিহ্য রয়েছে।

জানা গিয়েছে, ব্লক নির্মাণ পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে জাহাজ সুরাট। মুম্বাইয়ের এমডিএল এ জাহাজটিকে প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, প্রজেক্ট ১৫বি শ্রেণীর জাহাজগুলো হল ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রজন্মের স্টিলথ গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী, যা মাজগাঁও ডকস লিমিটেড, মুম্বাই-এ নির্মিতব্য। এই শ্রেণীর প্রথম জাহাজ ২০২১ সালে চালু করা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় জাহাজটি যাত্রা করেছে এবং সাজসজ্জা ও পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, আইএনএস উদয়গিরি হল প্রজেক্ট ১৭এ ফ্রিগেট-এর তৃতীয় জাহাজ এবং অন্ধ্র প্রদেশের বিখ্যাত পর্বত শ্রেণীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এগুলো উন্নত স্টিলথ বৈশিষ্ট্য, উন্নত অস্ত্র এবং সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম সহ পি১৭ ফ্রিগেট (শিবালিক ক্লাস) অনুসরণ করে বলে জানা গিয়েছে।

‘উদয়গিরি’ হল পূর্বের লিয়েন্ডার ক্লাস এএসডব্লিউ ফ্রিগেট ‘উদয়গিরি’-এর পুনর্জন্ম, যেটি ১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ থেকে ২৪ আগস্ট ২০০৭ পর্যন্ত তিন দশকেরও বেশি সময় ধরে দেশের প্রতি তার বর্ণাঢ্য সেবায় অসংখ্য চ্যালেঞ্জিং অপারেশন দেখেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, পি১৭এ প্রোগ্রামের অধীনে মোট সাতটি জাহাজ তৈরি করা হচ্ছে, যার মধ্যে চারটি এমডিএল এবং তিনটি জিআরএসই-তে।

প্রসঙ্গত, ১৫বি এবং পি১৭এ উভয় জাহাজই ভারতের অভ্যন্তরীণ নৌ নকশার ডিরেক্টরেট (ডিএনডি) কর্তৃক তৈরী করা হয়েছে। এসব জাহাজ নির্মাণের প্রায় ৭৫ শতাংশ কাচামাল দেশীয় সংস্থা বা কোম্পানীর থেকে নেয়া। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক