শীঘ্রই সাক্ষাৎ হতে চলেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। চলতি মাসে টোকিওতে অনুষ্ঠিতব্য কোয়াড শীর্ষ সম্মেলনে দেখা হওয়ার কথা দুই রাষ্ট্রপ্রধানের। সেসময়, একটি দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে উভয়ের মধ্যে। বুধবার, এক বিবৃতিতে এমনটিই জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। এর আগে গত বছর সেপ্টেম্বরে ওয়াশিংটনে কোয়াড সামিটেই দেখা হয়েছিল দুজনের।
হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সুলিভান এক বিবৃতিতে বলা বলেন, আগামী ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পর টোকিওতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। ওই সম্মেলনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন সুপ্রিমো।
সূত্রের খবর, বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাইডেনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছিলেন, এসব বৈঠকে বিশেষত, নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া, প্রতিটি দেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো, প্রতিবেশী দেশের সহযোগিতা করার সুযোগ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। শুধুমাত্র ভারত নয়, টোকিওতে অস্ট্রেলিয়া, জাপানের কোয়াড গ্রুপের নেতাদের সাথেও দেখা করবেন বাইডেন।
উল্লেখ্য, এশিয়া বা ভারত মহাসাগরীয় ভূ-রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আমেরিকার নির্ভরযোগ্য সঙ্গী ভারত। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার পথে হাঁটেনি ভারত। বারবার বার্তা দেওয়ার পরেও নিরপেক্ষ অবস্থানে অটল থেকেছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বিরোধী কড়া অবস্থান নেয়নি। যুদ্ধের সমালোচনা করে যুদ্ধ বন্ধের বার্তা দিলেও রাশিয়ার বিরোধী কোনও পদক্ষেপ করেনি ভারত।
বরং আমেরিকার চোখ রাঙানি এড়িয়ে রাশিয়া থেকে তেল কেনার চুক্তিও করেছে। যা নিয়ে ভারত ও আমেরিকার সম্পর্কে সামান্য হলেও আঁচড় লেগেছে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা । এই পরিস্থিতিতে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তাঁরা। সম্প্রতি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মিটিং করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক