০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অজি-ভারত দৃঢ় সম্পর্কে উপকৃত হবে বিশ্ব: মোদী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত ‘দৃঢ়’ বলে অভিমত দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ মে, মঙ্গলবার, ভারত সরকারের সুপ্রিমো বলেন, “ভারত-অজি সম্পর্কের ফলে কেবল দু দেশের নাগরিকেরাই নন, বরং বিশ্ব মানবতার উপকার হবে।”

মূলত, জাপানের টোকিওতে অনুষ্ঠিত কোয়াড লিডারস সামিটের এক ফাঁকে আনুষ্ঠানিক আলোচনায় বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার নয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। এসময়, অস্ট্রেলিয়ার সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য অজি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী।

পরবর্তীতে অজি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে এক টুইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মোদী। এছাড়াও, তথ্যটি এক বিবৃতিতে জানায় ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা উত্পাদন, সবুজ হাইড্রোজেন সহ পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি গবেষণা, ক্রীড়া সহ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে বহুমুখী সহযোগিতা পর্যালোচনা করেছেন। উভয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতি অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

বৈঠকের শেষাংশে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে শীঘ্রই ভারত সফরের আমন্ত্রণ জানান মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

অজি-ভারত দৃঢ় সম্পর্কে উপকৃত হবে বিশ্ব: মোদী

প্রকাশ: ০৬:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত ‘দৃঢ়’ বলে অভিমত দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ মে, মঙ্গলবার, ভারত সরকারের সুপ্রিমো বলেন, “ভারত-অজি সম্পর্কের ফলে কেবল দু দেশের নাগরিকেরাই নন, বরং বিশ্ব মানবতার উপকার হবে।”

মূলত, জাপানের টোকিওতে অনুষ্ঠিত কোয়াড লিডারস সামিটের এক ফাঁকে আনুষ্ঠানিক আলোচনায় বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার নয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। এসময়, অস্ট্রেলিয়ার সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য অজি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী।

পরবর্তীতে অজি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে এক টুইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মোদী। এছাড়াও, তথ্যটি এক বিবৃতিতে জানায় ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা উত্পাদন, সবুজ হাইড্রোজেন সহ পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি গবেষণা, ক্রীড়া সহ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে বহুমুখী সহযোগিতা পর্যালোচনা করেছেন। উভয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতি অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

বৈঠকের শেষাংশে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে শীঘ্রই ভারত সফরের আমন্ত্রণ জানান মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক