শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
আফগানিস্তানে অন্তর্ভুক্তির সরকার চান ডোভাল

আফগানিস্তানে অন্তর্ভুক্তির সরকার চান ডোভাল

আফগানিস্তান

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস দমনের লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে সাত দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে আবেদন জানালো ভারত। ভারতের প্রতিনিধি অজিত ডোভাল শুক্রবার বলেন, ‘‘ভারত বরাবরই আফগানিস্তানের জনতার পাশে রয়েছে। সুরক্ষা এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে তাঁদের সর্বতোভাবে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’’

ইউক্রেন যুদ্ধের আবহে আয়োজিত ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ ভাবে হাজির ছিল রাশিয়া এবং চীন। পাশাপাশি, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের চতুর্থ আঞ্চলিক বৈঠকে ছিলেন ইরান এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্গত তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং কিরগিজস্তানের প্রতিনিধিরা। যদিও তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত বৈঠকে হাজির ছিল না পাকিস্তান।

কাবুলে তালিবানের ক্ষমতা দখলের পর গত বছরের অক্টোবরে মস্কোয় তালিবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জে পি সিংহের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। ওই বৈঠকে মোট ন’টি দেশ অংশ নিয়েছিল। ওই বৈঠকের পরে আফগানিস্তানের সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠকের প্রস্তাব দিয়েছিল নয়াদিল্লি। তারই ভিত্তিতে ধারাবাহিক ভাবে চলছে এই বৈঠক। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak