অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সাথে দেখা করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ০২ জুন, বৃহস্পতিবার, স্লোভাকিয়ায় সাক্ষাৎ হয় উভয় নেতার। এসময়, উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি নিয়ে বিস্তর মতবিনিময় করেছেন বলে জানা গিয়েছে। একই সাথে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন তারা।
পরবর্তীতে বৈঠকের বিষয়টি এক টুইট বার্তায় জানিয়েছেন জয়শঙ্কর নিজেই। তিনি লিখেছেন, “আমার বন্ধু অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। মার্চে তাঁর ভারত সফরের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও অগ্রগতি এসেছে। ইউক্রেন সংঘাত এবং এর প্রভাব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির প্রশংসা করি। এছাড়াও, ইন্দো-প্যাসিফিকে অংশীদারিত্ব এবং আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাঁর সাথে।”
উল্লেখ্য, ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে বর্তমানে মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রে সফরে রয়েছেন জয়শঙ্কর। সফরের প্রথম ধাপে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা পৌঁছেছেন তিনি।
এর আগে, গত ১৯-২১ মার্চ ভারত সফর করেছিলেন শ্যালেনবার্গ। সেসময়, জয়শঙ্করের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছিলেন তিনি। এছাড়াও, সমসাময়িক কালেই অনুষ্ঠিত হয়েছিলো ভারত-অস্ট্রিয়ার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যকার ৬ষ্ঠ রাউন্ডের বৈঠক। উল্লেখ্য, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে নিয়মিত প্রতিনিধি স্তরে আলোচনা করে থাকে ভারত ও অস্ট্রিয়া।
এদিকে, স্লোভাকিয়া সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগারের সাথে দেখা করার কথা রয়েছে জয়শঙ্করের। একই সাথে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান কোরককের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তিনি। পাশাপাশি, গ্লোবসেক ২০২২ ফোরামে ‘বন্ধুত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মিত্র’ -শীর্ষক থিমের উপর বক্তৃতা প্রদানের কথা রয়েছে মোদী মন্ত্রীসভার গুরুত্বপুর্ণ এই সদস্যের।
পরবর্তীতে আগামীকাল ০৪ জুন চেক প্রজাতন্ত্রে রওনা করার কথা রয়েছে তাঁর। সেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রী জান লিপাভস্কের সাথে দেখা করবেন তিনি। উল্লেখ্য, আগামী ০১ জুলাই ইইউ এর সভাপতিত্ব গ্রহণ করবে স্লোভাকিয়া। এর আগে জয়শঙ্করের সফরকে বিশেষ বলে আখ্যায়িত করছে বোদ্ধামহল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক