রাষ্ট্রীয় সফরে গ্যাবন, সেনেগাল এবং কাতারে গিয়েছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। গত ৩০ মে থেকে আগামী ০৭ জুন অবধি সময়কালে নয় দিনব্যাপী দেশগুলো সফর করছেন তিনি। তথ্যটি পূর্বেই নিশ্চিত করেছিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার জানা গেলো, উপ-রাষ্ট্রপতির এবারের যাত্রার প্রথম দু ধাপে গ্যাবন ও সেনেগাল সফরের মধ্য দিয়ে দেশ দুটোর সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছে ভারত সরকারের। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে বলা হয়েছে, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর দুদিনের গ্যাবন এবং তিন দিনের সেনেগাল সফর অত্যন্ত সফল ছিল, কারণ এটি দুই দেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ ধারা পর্যালোচনা করার এবং পারস্পরিক স্বার্থের দীর্ঘ আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করার পথ প্রশস্ত করেছে।
এদিকে, জানা গিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার এবং তিনজন সংসদ সদস্য, যথাক্রমে, সুশীল কুমার মোদী (রাজ্যসভা), বিজয় পাল সিং তোমর এবং. রবীন্দ্রনাথ (লোকসভা) সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও উপ-রাষ্ট্রপতির সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এর মাধ্যমে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে আফ্রিকা মহাদেশের রাষ্ট্র গ্যাবন এবং সেনেগাল গেলেন ভারতের কোনো উপ-রাষ্ট্রপতি। এছাড়া, উক্ত তিন দেশ সফরের মাধ্যমে তাঁদের সাথে ভারতের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, কাতারের সাথে চলতি বছরেই কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। এমন পরিস্থিতিতে ভারতের উপ-রাষ্ট্রপতির সফর বিষয়টিকে আরও মহামান্বিত করবে বলে ধারণা করছে বোদ্ধাগণ।
তিন দেশ সফরকালে কিছু চুক্তিও সম্পাদিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে।
সূত্র জানিয়েছিলো, ৩০ মে এবং ১ জুন গ্যাবন সফর করবেন ভেঙ্কাইয়া নাইডু। সেসময় দেশটির রাষ্ট্রপতি আলি বঙ্গো ওন্দিম্বা, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রোজ ক্রিশ্চিয়ান ওসুকা রাপোন্ডার সাথে প্রতিনিধি পর্যায়ে আলোচনা করবেন। এছাড়াও, ভারতীয় প্রবাসীদের সাথে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ইতোমধ্যে এসব বিষয় সুনির্দিষ্টভাবে সমাধা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ভারত ও গ্যাবন উভয়েই বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। তাছাড়া, দেশ দুটোর মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১ বিলিয়ন ডলারেরও বেশি।
সফরের দ্বিতীয় ধাপে আগামী ০১ থেকে ০৩ জুন অবধি সময়কালে সেনেগাল গিয়েছেন নাইডু। এ সময়, দেশটির রাষ্ট্রপতি ম্যাকি সালের সাথে প্রতিনিধি পর্যায়ে আলোচনা করেন তিনি। একই সাথে, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট মোস্তফা নিয়াসে এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
উল্লেখ্য, সেনেগাল আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ভারত-সেনেগাল দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২১-২ সালে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ভারত বিভিন্ন ক্ষেত্রে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের মোট ১৬ লাইনের ক্রেডিট এবং প্রায় ৩০৫ মিলিয়ন মার্কিন ডলারের ক্রেতার ক্রেডিট অফার করেছে।
সফরের শেষ ধাপে ০৪ হতে ০৭ জুন অবধি কাতারে অবস্থান করবে নাইডু। সফরকালে কাতারের ডেপুটি আমির শেখ আবদুল্লাহ বিন হামাদ আল থানির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন তিনি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবেন। এই সফরে ভাইস প্রেসিডেন্ট কাতারের আরও কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
কাতারে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকেও ভাষণ দেবেন তিনি। ভাইস প্রেসিডেন্টের সফর উপলক্ষে প্রবাসী ভারতীয়দের তরফে একটি কমিউনিটি রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে তিনি কাতারের বিভিন্ন ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথে ভাষণ দেবেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক