সেনেগালের কৃষি, জ্বালানি, স্বাস্থ্য, রেলপথ, খনি, আবাসন এবং তেল ও গ্যাসের মতো খাতে ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগে সম্মত হয়েছে ভারত। শনিবার, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সেনেগালে রাষ্ট্রীয় সফরের সময় জারি করা এক যৌথ বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও সেনেগালের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২১-২২ সালে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিদ্যমান বাণিজ্যের গতিবিধি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সন্তুষ্টি প্রকাশ করেছে ভারতের উপরাষ্ট্রপতি নাইডু এবং সেনেগালের রাষ্ট্রপতি ম্যাকি সালে।
ফলস্বরূপ, আইটিইসি-এর অধীনে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান উন্নয়ন সহযোগিতা অংশীদারিত্বকে আরও বাড়ানোর এবং সেনেগালকে প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ঋণ প্রদানের বিষয়ে সমঝোতা হয়েছে।
যৌথ বিবৃতি অনুসারে, উপরাষ্ট্রপতি নাইডু ভারতের অনুদানের সাহায্যে সেনেগালে নির্মিত সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (সিইডিটি) এর দ্বিতীয় ধাপের আপগ্রেডেশন ঘোষণা করেছেন। মানবসম্পদ উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগের গুরুত্ব স্বীকার করে ভাইস প্রেসিডেন্ট সেনেগালের বেসামরিক কর্মচারীদের জন্য একটি বিশেষ আইটিইসি ইংরেজি দক্ষতা কোর্স এবং সেনেগালের কূটনীতিকদের জন্য একটি বিশেষ পেশাদার কোর্স ঘোষণা করেন। উভয় নেতা প্রতিরক্ষা, সন্ত্রাস দমন এবং সামুদ্রিক জলদস্যুতার ক্ষেত্রে প্রশিক্ষণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিবৃতি থেকে জানা গিয়েছে, এসময়, আগামী ৫ বছরে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারত ও সেনেগাল।
উল্লেখ্য, রাষ্ট্রীয় সফরে গ্যাবন, সেনেগাল এবং কাতারে গিয়েছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। গত ৩০ মে থেকে আগামী ০৭ জুন অবধি সময়কালে নয় দিনব্যাপী দেশগুলো সফর করছেন তিনি। তথ্যটি পূর্বেই নিশ্চিত করেছিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার এবং তিনজন সংসদ সদস্য, যথাক্রমে, সুশীল কুমার মোদী (রাজ্যসভা), বিজয় পাল সিং তোমর এবং. রবীন্দ্রনাথ (লোকসভা) সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও উপ-রাষ্ট্রপতির সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এর মাধ্যমে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে আফ্রিকা মহাদেশের রাষ্ট্র গ্যাবন এবং সেনেগাল গেলেন ভারতের কোনো উপ-রাষ্ট্রপতি। এছাড়া, উক্ত তিন দেশ সফরের মাধ্যমে তাঁদের সাথে ভারতের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, কাতারের সাথে চলতি বছরেই কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। এমন পরিস্থিতিতে ভারতের উপ-রাষ্ট্রপতির সফর বিষয়টিকে আরও মহামান্বিত করবে বলে ধারণা করছে বোদ্ধাগণ।
প্রসঙ্গত, সেনেগাল আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ভারত-সেনেগাল দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২১-২ সালে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ভারত বিভিন্ন ক্ষেত্রে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের মোট ১৬ লাইনের ক্রেডিট এবং প্রায় ৩০৫ মিলিয়ন মার্কিন ডলারের ক্রেতার ক্রেডিট অফার করেছে।
সফরের শেষ ধাপে ০৪ হতে ০৭ জুন অবধি কাতারে অবস্থান করবে নাইডু। সফরকালে কাতারের ডেপুটি আমির শেখ আবদুল্লাহ বিন হামাদ আল থানির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন তিনি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবেন। এই সফরে ভাইস প্রেসিডেন্ট কাতারের আরও কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
কাতারে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকেও ভাষণ দেবেন তিনি। ভাইস প্রেসিডেন্টের সফর উপলক্ষে প্রবাসী ভারতীয়দের তরফে একটি কমিউনিটি রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে তিনি কাতারের বিভিন্ন ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথে ভাষণ দেবেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক