আফ্রিকান রাষ্ট্র জিম্বাবুয়ে এবং মালাউই সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। সোমবার, চারদিনের সফরে দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ০৬ থেকে ০৭ জুন অবধি তারিখে জিম্বাবুয়ে প্রজাতন্ত্রে এবং ০৮ থেকে ০৯ জুন অবধি মালাউই অবস্থান করবেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য।
মুরালিধরণের এই সফরে দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত ও জোরালো হবে বলেই ধারণা করছে ভারতের বোদ্ধামহল। জানা গিয়েছে, তাঁর এই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা, অংশীদারিত্ব, ভারত প্রদত্ত ঋণ এবং অনুদানের বিষয়ে বিশদ আলোচনা হবে।
জিম্বাবুয়ে সফরকালে দেশটির রাষ্ট্রপতি এমারসন ডি মানঙ্গাগওয়া সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সাথে দেখা করবেন মুরালি। এর মাঝে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দও রয়েছেন। এছাড়া, মালাউইতেও দেশটির রাষ্ট্রপতি লাজারাস ম্যাকার্থি চাকওয়েরো এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন মুরালি।
উল্লেখ্য, আফ্রিকান রাষ্ট্রসমূহের মধ্যে জিম্বাবুয়ে এবং মালাউই- উভয়ের সাথেই চমৎকার দ্বিপাক্ষিক কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতের। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক