জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য বহুপাক্ষিক ফোরামে একযোগে কাজের অঙ্গীকার করেছে ভারত ও কেনিয়া। সোমবার, কেনিয়ার রাজধানী নাইরোবিতে উভয় রাষ্ট্রের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বিশেষ সভায় এ ধরণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, “ভারত এবং কেনিয়া- উভয় রাষ্ট্রই গত বছরের জানুয়ারী হতে দুই বছর মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। চলতি বছরের শেষ নাগাদ এই দায়িত্ব পালন করবে দুই দেশ। এমন প্রেক্ষিতে চলমান মেয়াদে নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক মূল্যায়ন করেছে ভারত ও কেনিয়া। পাশাপাশি, ন্যাম, কমনওয়েলথ, জাতিসংঘ সহ সকল বহুপাক্ষিক প্ল্যাটফর্মে একযোগে কাজের অঙ্গীকার করেছে উভয় দেশের প্রতিনিধিগণ।”
জানা গিয়েছে, বৈঠকে বহুপাক্ষিক ফোরামে সমর্থন ও সহযোগিতা ছাড়াও সন্ত্রাস-বিরোধী কর্মকান্ড, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং হর্ন অফ আফ্রিকা অঞ্চলে আঞ্চলিক দেশের হিসাব ইস্যুতে আলোচনা হয়েছে প্রতিনিধি দলের।
বৈঠকে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব (জাতিসংঘ – রাজনৈতিক) প্রকাশ গুপ্তা এবং কেনিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে, কেনীয় দলটির নেতৃত্ব দেন দেশটির বহুপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত সেলিম এম সেলিম।
উল্লেখ্য, গভীর দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রয়েছে ভারত ও কেনিয়ার। গতবছরও জুন মাসে দেশটি সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাছাড়া, প্রতিরক্ষা খাত ও স্বাস্থ্য সহযোগিতা খাতেও একে অন্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে দিল্লী ও নাইরোবি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক