শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
ভারত-অজি নগর জল ব্যবস্থাপনা চুক্তির অনুমোদন মোদী মন্ত্রীসভায়

ভারত-অজি নগর জল ব্যবস্থাপনা চুক্তির অনুমোদন মোদী মন্ত্রীসভায়

জল

সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে নগর জল ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহযোগিতার উদ্দেশ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুমোদন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার, চুক্তিটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

এর আগে গত ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারতের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগ দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষর করেছিলো। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২০ সালে নয়াদিল্লিতে চতুর্থ বিশ্ব জল সম্মেলনে চালু হওয়া অস্ট্রেলিয়া-ইন্ডিয়া ওয়াটার সিকিউরিটি ইনিশিয়েটিভ এর তত্ত্বাবধানে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, জল নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর জন্য উভয় দেশের প্রতিশ্রুতি পূরণ করতে অস্ট্রেলিয়া-ভারত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের কাঠামোর অধীনে এই উদ্যোগটি নেয়া হয়েছিল। অস্ট্রেলিয়া এবং ভারতের জন্য জল নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরে উদ্যোগটি।

অধিকন্তু, এই সমঝোতা স্মারকটি জলের অ্যাক্সেস, ক্রয়ক্ষমতা এবং গুণমান উন্নত করে দুই দেশের মধ্যে শহুরে জল সুরক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে বলেও আশাবাদী বোদ্ধামহল। এটি জল এবং জল-সুরক্ষিত শহরগুলোর একটি বৃত্তাকার অর্থনীতিকেও উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে৷

সমঝোতা স্মারকটি জলবায়ু-সহনশীল জল ব্যবস্থাপনা অনুশীলন, জল ব্যবস্থাপনায় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং অ্যাক্সেসযোগ্য অবকাঠামোর ব্যবস্থার মাধ্যমে সামাজিক গ্রহণযোগ্যতাকে উত্সাহিত করবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak