সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে ভারত-ভিয়েতনাম

প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে ভারত-ভিয়েতনাম

প্রতিরক্ষা

দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক বাঁড়াতে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও ভিয়েতনাম। এতে দু দেশের মধ্যকার ন প্রতিরক্ষা সহযোগিতার পরিধি এবং পরিসর প্রসারিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে, পারস্পরিক লজিস্টিক সহায়তার বিষয়ে একটি চুক্তিও করেছে উভয় পক্ষ।

বুধবার, ভিয়েতনামের হ্যানয়ে চুক্তিটিতে স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভ্যান গিয়াং। চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দু দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কের সার্বিক অবস্থা নিয়েও পর্যালোচনা করেন দুই নেতা। একই সাথে বর্তমান বৈশ্বিক বাস্তবতা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করেন তারা।

পরবর্তীতে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। তারা আরও জানিয়েছে, আগামী ২০৩০ সাল নাগাদ ভারত-ভিয়েতনাম প্রতিরক্ষা অংশীদারিত্বের যৌথ ভিশন স্টেটমেন্ট অর্জনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছেন রাজনাথ। এটি প্রতিরক্ষা সহযোগিতার সুযোগ এবং স্কেলকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তারা।

একই সঙ্গে, উভয় মন্ত্রীর উপস্থিতিতে পারস্পরিক লজিস্টিক সহায়তা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতামূলক ব্যস্ততার এই সময়ে, এটি পারস্পরিকভাবে উপকারী লজিস্টিক সহায়তার প্রক্রিয়া সহজ করার দিকে একটি বড় পদক্ষেপ এবং ভিয়েতনাম যে কোনও দেশের সাথে প্রথমবারের মতো এমন বড় চুক্তি স্বাক্ষর করেছে।”

তাছাড়া, ভিয়েতনামের উন্নয়ন প্রকল্পে ভারত আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত ঋণ দিবে বলে ঘোষণা দেয়া হয়েছে রাজনাথের সফরে। এর আগে তিনদিনের সফরে ভিয়েতনাম পৌঁছান রাজনাথ। এটি এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশটির সাথে ভারতের সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার ক্রমবর্ধমান অভিসারকে প্রতিফলিত করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak