নতুন বিশ্ব রেকর্ড গড়লো ভারত। মাত্র পাঁচ দিনেরও কম সময়ে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড গড়লো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ভারতের নামও উঠে গেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর তালিকায়। মহারাষ্ট্রের অমরাবতী থেকে অকোলার মধ্যে তৈরি ৭৫ কিলোমিটার দীর্ঘ একটা লেনের এই রাস্তা তৈরি করতে সময় লেগেছে মোট সময় লেগেছে ১০৫ ঘন্টা ৩৩ মিনিট। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন এনএইচএআইকে।
এই দীর্ঘ রাস্তাটি নির্মাণ করেছে রাজপুত ইনফ্রাকন নামে একটি বেসরকারি সংস্থা। ৩ জুন সকাল ৭ টা ২৭ মিনিটে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়। শেষ হয় ৭ জুন মঙ্গলবার বিকেল পাঁচটায়। ৭৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি কাজ করেছেন মোট ৭২০ জন শ্রমিক। পাশাপাশি গোটা প্রক্রিয়াটি ঠিক ভাবে শেষ করতে নিযুক্ত ছিল একটি বিশেষ দল।
এর আগে রাস্তা তৈরিতে এই বিশ্ব রেকর্ডের খেতাব ছিল কাতার৷ ২৪২ ঘণ্টায় ২৫ কিমি রাস্তা তৈরি করে এই রেকর্ড গড়ে তারা। দশ দিনে তৈরি হয়েছিল কাতারের আল খোর এক্সপ্রেসওয়ে। ভারত সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে মাত্র পাঁচ দিনেরও কম সময়ে ৭৫ কিলোমিটার দীর্ঘ ন্যাশনাল হাইওয়ে তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লেখাল।
এই রাস্তা তৈরি হওয়ার ফলে কলকাতা, রায়পুর, নাগপুর, অকোলা, ধুলে এবং সুরাটের মতো শহরগুলোকে সংযুক্ত করা সম্ভব হবে। ৫৩ নম্বর এই জাতীয় সড়ক খনিজ সম্পদ পরিবহণের ক্ষেত্রে এক অতিপ্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে চলেছে। স্বাধীনতার অমৃত মহোৎসবে এই নতুন রেকর্ড যুক্ত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্র সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক