জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ বিশ্বের অন্যান্য বহুপাক্ষিক ফোরামগুলোতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও ঘানা। বৃহস্পতিবার, ঘানার আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ এবং বহুপাক্ষিক ইস্যু পর্যায়ে ভারত-ঘানা সম্পর্কের আলোচনায় উভয় পক্ষ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।
পরবর্তীতে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানায়, “বৈঠকে উভয় পক্ষই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে তাদের বর্তমান মেয়াদে তাদের চলমান সহযোগিতা পর্যালোচনা করেছে এবং অন্যান্য বহুপাক্ষিক ফোরামে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে পশ্চিম আফ্রিকা এবং সাহেল অঞ্চল সহ সংশ্লিষ্ট সকল অঞ্চলে সন্ত্রাসবাদ এবং জাতিসংঘ শান্তিরক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়ভিত্তিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছে দু দেশ।”
পাশাপাশি, ন্যাম, কমনওয়েলথ এবং জি৭৭ সহ অন্যান্য সংগঠনে একযোগে কাজের অঙ্গীকার করে প্রতিনিধিগণ। বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জাতিসংঘ-রাজনৈতিক) প্রকাশ গুপ্ত এবং ঘানার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত রামসেস ক্লেল্যান্ড। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক