ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ভারত-তুরস্ক বাণিজ্য

  • প্রতিনিধি
  • ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৬:০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • 52

ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারত ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে দু দেশের পারস্পরিক ব্যবসা। শুক্রবার, এ নিয়ে বিশদ আলোচনা করেছেন উভয় পক্ষের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ।

তুর্কিয়ের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ভারত ও তুরস্কের মধ্যকার ১১ তম রাউন্ড ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) বৈঠকের সময় উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের বিশদ মূল্যায়ন করেছে এবং বিদ্যমান সম্পর্কের ক্রমবর্ধমান ধারাবাহিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছে।

পরবর্তীতে তথ্যটি এক বিবৃতিতে জানায় ভারতের পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কে আলোচনার পাশাপাশি উভয় পক্ষ ইউক্রেন এবং ইন্দো-প্যাসিফিক সহ আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়েও মতবিনিময় করেছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতীয় কোম্পানীগুলো তুরস্কের অটোমোবাইল, ফার্মা এবং আইটি সেক্টরে প্রভাব বিস্তার করছে। অন্যদিকে, তুর্কি কোম্পানীগুলো ভারতের অবকাঠামো এবং প্রকৌশল খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এছাড়া, উভয় পক্ষই অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে।

জানা গিয়েছে, ভারত ও তুরস্ক উভয় পক্ষই চলতি বছর নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ করতে চলেছে। এ উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেও মতবিনিময় করেছেন কর্মকর্তাগণ।

বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র দপ্তরের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং তুরস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সেদাত নাল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ভারত-তুরস্ক বাণিজ্য

ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৬:০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২

ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারত ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে দু দেশের পারস্পরিক ব্যবসা। শুক্রবার, এ নিয়ে বিশদ আলোচনা করেছেন উভয় পক্ষের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ।

তুর্কিয়ের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ভারত ও তুরস্কের মধ্যকার ১১ তম রাউন্ড ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) বৈঠকের সময় উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের বিশদ মূল্যায়ন করেছে এবং বিদ্যমান সম্পর্কের ক্রমবর্ধমান ধারাবাহিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছে।

পরবর্তীতে তথ্যটি এক বিবৃতিতে জানায় ভারতের পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কে আলোচনার পাশাপাশি উভয় পক্ষ ইউক্রেন এবং ইন্দো-প্যাসিফিক সহ আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়েও মতবিনিময় করেছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতীয় কোম্পানীগুলো তুরস্কের অটোমোবাইল, ফার্মা এবং আইটি সেক্টরে প্রভাব বিস্তার করছে। অন্যদিকে, তুর্কি কোম্পানীগুলো ভারতের অবকাঠামো এবং প্রকৌশল খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এছাড়া, উভয় পক্ষই অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে।

জানা গিয়েছে, ভারত ও তুরস্ক উভয় পক্ষই চলতি বছর নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ করতে চলেছে। এ উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেও মতবিনিময় করেছেন কর্মকর্তাগণ।

বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র দপ্তরের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং তুরস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সেদাত নাল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক