রুশ জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির জনগণ, সরকার এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার, এক টুইটে জয়শঙ্কর বলেন, “রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, দেশটির সরকার এবং জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের বিশেষ সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, চলতি বছর ভারত এবং রাশিয়া নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করতে চলেছে। গতবছর করোনা মহামারীতেও প্রথমবারের মতো ২+২ বৈঠক করে ভারত ও রাশিয়া। একই সাথে, ২১ তম বার্ষিক শীর্ষ সম্মেলনও আয়োজন করেছে দেশ দুটো।
এছাড়া, নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগও অব্যহত রয়েছে দু দেশের মধ্যে। গত পহেলা এপ্রিলও ভারত সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। সেসময়, নরেন্দ্র মোদী এবং জয়শঙ্কর ছাড়াও ভারতের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করেন তিনি।
এছাড়া, ইউক্রেন ইস্যুতেও রাশিয়াকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে ভারত। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির সাথে বাণিজ্য অব্যহত রেখেছে ভারত। তবে, শুরু থেকেই যুদ্ধ বন্ধ এবং সহিংসতার বিরুদ্ধে অবস্থান মজবুত রেখেছে ভারত।
এসবের পাশাপাশি, ভারতকে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সরবরাহ করার কথা রয়েছে রাশিয়ার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক