ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে আসছেন স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী

  • প্রতিনিধি
  • ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৫:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • 136
আগামীকাল বুধবার ভারত সফরে আসছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো। সফরকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন তিনি। তথ্যটি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, দুই নেতার বৈঠককালে বাণিজ্য, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, জলবায়ু এবং সংস্কৃতি খাতে সহযোগিতা ও অংশীদারিত্ব নিয়ে বিশদ আলোচনা হতে পারে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারী ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ইইউ মন্ত্রী পর্যায়ের বৈঠকে সাক্ষাত হয়েছিলো জয়শঙ্কর এবং স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর।
সম্ভাব্য সাক্ষাত নিয়ে একটি টুইট করেছেন জয়শঙ্কর নিজেও। উচ্ছ্বাস প্রকাশ করে জয়শঙ্কর বলেন, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তার উত্সাহ এবং প্রতিশ্রুতিকে স্বাগত জানাই। ভারতে তাকে স্বাগত জানানোর জন্য উন্মুখ।”
প্রসঙ্গত, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও স্পেনের। ২০১৭ সালে স্পেন সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ইইউ রাষ্ট্রসমূহের মধ্যে স্পেন ভারতের সপ্তম বৃহত্তম বাণিজ্য অংশীদার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
ট্যাগ:

ভারতে আসছেন স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী

ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৫:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
আগামীকাল বুধবার ভারত সফরে আসছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো। সফরকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন তিনি। তথ্যটি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, দুই নেতার বৈঠককালে বাণিজ্য, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, জলবায়ু এবং সংস্কৃতি খাতে সহযোগিতা ও অংশীদারিত্ব নিয়ে বিশদ আলোচনা হতে পারে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারী ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ইইউ মন্ত্রী পর্যায়ের বৈঠকে সাক্ষাত হয়েছিলো জয়শঙ্কর এবং স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর।
সম্ভাব্য সাক্ষাত নিয়ে একটি টুইট করেছেন জয়শঙ্কর নিজেও। উচ্ছ্বাস প্রকাশ করে জয়শঙ্কর বলেন, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তার উত্সাহ এবং প্রতিশ্রুতিকে স্বাগত জানাই। ভারতে তাকে স্বাগত জানানোর জন্য উন্মুখ।”
প্রসঙ্গত, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও স্পেনের। ২০১৭ সালে স্পেন সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ইইউ রাষ্ট্রসমূহের মধ্যে স্পেন ভারতের সপ্তম বৃহত্তম বাণিজ্য অংশীদার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক