সাংহাই সহযোগিতা সংস্থা, এসসিও -এর সদস্যভূক্ত রাষ্ট্রসমূহের সাথে যুব উন্নয়ন মূলক কর্মকান্ডে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির জন্য ভারতের করা চুক্তির অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভা। ১৪ জুন, মঙ্গলবার, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকের পরে জারি করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তথ্যটি বলা হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর, ২০২১, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সাথে ভারতীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিলো। জানা গিয়েছে, চুক্তিটির কাজ হবে রাষ্ট্রীয় যুব নীতি নির্বাহকারী পাবলিক যুব সংগঠনসমূহের কাজের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। পাশাপাশি আন্তর্জাতিক যুব সহযোগিতার উন্নতির লক্ষ্যে সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে চুক্তিটির আওতায়।
চুক্তিটির অন্যতম লক্ষ্য, এসসিও ভূক্ত সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধি করা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক