সম্প্রতি কিরগিজ প্রজাতন্ত্র এবং কাজাখস্তান সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। তাঁর এই সফরের ফলে উভয় রাষ্ট্রের সাথে ভারতের কৌশলগত সম্পর্ক অনেকাংশে বেড়ে গিয়েছে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, সাম্প্রতিক এই সফরের মাধ্যমে দেশ দুটোতে প্রথমবারের মতো গিয়েছিলেন লেখি।
পররাষ্ট্র দপ্তরের তথ্যানুসারে, গত ০৯ থেকে ১২ জুন অবধি কিরগিজস্তান ভ্রমণ করেন মীনাক্ষী লেখি। এসময়, দেশটির প্রজাতন্ত্রের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান আকিলবেক ঝাপারভের সাথে দেখা করেন তিনি। পাশাপাশি, কিরগিজ প্রজাতন্ত্রের উন্নয়নের পথে একটি বিশ্বস্ত অংশীদার হওয়ার জন্য ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য।
এছাড়াও, কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী ঝিনবেক কুলুবায়েভ এবং সংস্কৃতি, তথ্য, ক্রীড়া এবং যুব নীতির মন্ত্রী আজমত জামানকুলভের সাথে সাক্ষাৎ করেন লেখি।
পরবর্তীতে কাজাখস্তান সফরে যান লেখি। তিনদিনের কাজাখ সফরকালে দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী মুখতার তিলেউবারদি, স্বাস্থ্যসেবা মন্ত্রী আজহার গিনিয়াত, ডিজিটাল উন্নয়ন, উদ্ভাবন এবং মহাকাশ শিল্প মন্ত্রী বাগদাত মুসিন এবং সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী ডরেন আবায়েভের সাথে দেখা করেছেন লেখি।
জানা গিয়েছে, উক্ত বৈঠক সমূহ করার সময় ২০২২-২৫ মেয়াদে একটি দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামে স্বাক্ষর করেছেন লেখি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক