ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের সংসদীয় প্যানেল সর্বসম্মতভাবে শ্রীলঙ্কার পাশে

  • প্রতিনিধি
  • ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৮:৩০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • 55

ভারতের সংসদীয় প্যানেল সর্বসম্মতভাবে শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে সরকারকে সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার, প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে সংসদীয় পরামর্শক কমিটির বৈঠকে সভাপতিত্ব শেষে এটি জানিয়েছেন তিনি। বৈঠকে শ্রীলঙ্কার পাশাপাশি চলমান বৈশ্বিক বিভিন্ন ইস্যু এবং ভারতের ভূমিকা নিয়ে একটি ইতিবাচক পরিবেশে একটি ভাল আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠকের পর এক টুইটবার্তায় জয়শঙ্কর বলেন, “এই কঠিন সময়ে আমাদের প্রতিবেশীর পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে সর্বসম্মত সমর্থন পেয়েছি।” বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন, মীনাক্ষী লেখি এবং রাজকুমার রঞ্জন সিং।

উল্লেখ্য, দুরাবস্থার শুরু থেকে শ্রীলঙ্কার পাশে রয়েছে ভারত। কেরোসিন, জ্বালানি এবং চিকিৎসা সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটের সম্মুখীন লঙ্কাকে সকল প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে প্রায় সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্রেডিট লাইন অর্থ প্রদান করে ভারত। এছাড়াও, শুধু সার কিনতে শ্রীলংকাকে ৫৫ মিলিয়ন ডলার দিয়েছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারতের সংসদীয় প্যানেল সর্বসম্মতভাবে শ্রীলঙ্কার পাশে

ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৮:৩০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

ভারতের সংসদীয় প্যানেল সর্বসম্মতভাবে শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে সরকারকে সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার, প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে সংসদীয় পরামর্শক কমিটির বৈঠকে সভাপতিত্ব শেষে এটি জানিয়েছেন তিনি। বৈঠকে শ্রীলঙ্কার পাশাপাশি চলমান বৈশ্বিক বিভিন্ন ইস্যু এবং ভারতের ভূমিকা নিয়ে একটি ইতিবাচক পরিবেশে একটি ভাল আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠকের পর এক টুইটবার্তায় জয়শঙ্কর বলেন, “এই কঠিন সময়ে আমাদের প্রতিবেশীর পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে সর্বসম্মত সমর্থন পেয়েছি।” বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন, মীনাক্ষী লেখি এবং রাজকুমার রঞ্জন সিং।

উল্লেখ্য, দুরাবস্থার শুরু থেকে শ্রীলঙ্কার পাশে রয়েছে ভারত। কেরোসিন, জ্বালানি এবং চিকিৎসা সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটের সম্মুখীন লঙ্কাকে সকল প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে প্রায় সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্রেডিট লাইন অর্থ প্রদান করে ভারত। এছাড়াও, শুধু সার কিনতে শ্রীলংকাকে ৫৫ মিলিয়ন ডলার দিয়েছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক