সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য উপসাগরীয় অঞ্চলে নিয়মিত কাজ করে যাচ্ছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ। আর গতকালই তিন বছর পূর্ণ করলো অপারেশন সঙ্কল্পের অধীনে পরিচালনা করা নৌবাহিনীর এই সুরক্ষা কার্যাবলী। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর।
জানা গিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে স্টিলথ ফ্রিগেট আইএনএস তালওয়ার। এর আগে ২০১৯ সালের ১৯ জুন বাণিজ্যিক একটি জাহাজে হামলার পর চালু করা হয়েছিলো ভারতীয় নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি অপারেশন সংকল্প। এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে ভারতের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় ভূমিকা রাখে।
এ প্রসঙ্গে ভারতীয় নৌবাহিনী এক টুইটবার্তায় জানিয়েছে, গত তিন বছরে ৩২ টি যুদ্ধ জাহাজ প্রতিদিন গড়ে ১৬ টি করে ভারতীয় বণিক জাহাজের নিরাপদ চলাফেরা নিশ্চিত করেছে। কেননা, ওমান উপসাগরই আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র স্থান। ভারত সহ বিশ্বের প্রধান তেল সরবরাহকারী এবং আমদানিকারকদের এই পথেই চলাফেরা করতে হয়।
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিমান এই অঞ্চলে উপস্থিত থেকে অঞ্চলটিকে সুরক্ষিত করেছে। প্রতিরক্ষা দপ্তরের মতে, এই অপারেশনটি প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক, নৌপরিবহন মন্ত্রক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং মহাপরিচালক সহ সমস্ত কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক