আজ আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্ত সকাল সকাল যোগাভ্যাসে ব্যস্ত প্রত্যেকেই। যোগ-ব্যায়াম করতে ব্যস্ত রাজনীতিবিদরাও। ভারতের আর্জি মেনে যোগাকে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি দেওয়ার পর থেকে ২০১৫ সাল থেকে এদিন বিশ্বব্যাপী পালিত হয় যোগ দিবস।
এদিন, ১৫ হাজার মানুষের সঙ্গে একত্রে যোগাভ্যাস করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কর্ণাটকের মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আন্তর্জাতিক যোগ দিবসের উদ্বোধন করলেন তিনি। স্মরণ করালেন দৈনন্দিন জীবনে যোগের গুরুত্বকে।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “সকলকে যোগ দিবসের শুভেচ্ছা, অনেকের জীবন পাল্টে দিয়েছে যোগ। এবারের থিম যোগ ফর হিউম্যানিটি। বিশ্বের সর্বত্র পৌঁছে গিয়েছে। যোগ জীবনের পথ, অঙ্গে পরিণত হয়েছে, যোগ বিশ্বে শান্ত প্রতিষ্ঠায় সক্ষম।”
এ বছরের থিম, যোগ ফর হিউম্যানিটি। সীমান্তে আইটিপিবি জওয়ান থেকে ফোর্ট উইলিয়ামের সেনারা। কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিক থেকে সাধারণ মানুষ, ৭৫ কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগ দিবস পালিত হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক