০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জি-৭ সম্মেলন: ২৬ জুন জার্মানী যাচ্ছেন মোদী

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২৬ জুন জার্মানী রওনা দিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৬ এবং ২৭ জুন জার্মান শহর শ্লোস এলমাউতে হওয়ার কথা রয়েছে বিশ্বের নেতৃস্থানীয় শীর্ষ রাষ্ট্রসমূহের প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিতব্য বৈঠক। মূলত, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের আমন্ত্রণে বৈঠকে যোগ দিচ্ছেন মোদী।

উল্লেখ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানী, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করছে জি-৭ জোট। বুধবার, এসব তথ্যাদি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

জানা গিয়েছে, এবারের বৈঠকে ভারতের পাশাপাশি আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকার মতো গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ। মূলত, আন্তর্জাতিক ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় ও গভীর করতে এসব রাষ্ট্রকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, অনুষ্ঠিতব্য জি-৭ বৈঠক চলাকালেই বেশ কয়েকটি রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর ২৬ এবং ২৭ জুন জার্মানিতে জি-৭ সম্মেলন শেষ করেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন তিনি।

উল্লেখ্য, গত মাসের ২ তারিখে জার্মানি গিয়েছিলেন মোদী। সেসময়, ভারত জার্মানির ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশন এর ৬ষ্ঠ সভায় যোগ দিতে দেশটি ভ্রমণ করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

জি-৭ সম্মেলন: ২৬ জুন জার্মানী যাচ্ছেন মোদী

প্রকাশ: ০৯:১৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২৬ জুন জার্মানী রওনা দিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৬ এবং ২৭ জুন জার্মান শহর শ্লোস এলমাউতে হওয়ার কথা রয়েছে বিশ্বের নেতৃস্থানীয় শীর্ষ রাষ্ট্রসমূহের প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিতব্য বৈঠক। মূলত, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের আমন্ত্রণে বৈঠকে যোগ দিচ্ছেন মোদী।

উল্লেখ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানী, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করছে জি-৭ জোট। বুধবার, এসব তথ্যাদি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

জানা গিয়েছে, এবারের বৈঠকে ভারতের পাশাপাশি আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকার মতো গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ। মূলত, আন্তর্জাতিক ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় ও গভীর করতে এসব রাষ্ট্রকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, অনুষ্ঠিতব্য জি-৭ বৈঠক চলাকালেই বেশ কয়েকটি রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর ২৬ এবং ২৭ জুন জার্মানিতে জি-৭ সম্মেলন শেষ করেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন তিনি।

উল্লেখ্য, গত মাসের ২ তারিখে জার্মানি গিয়েছিলেন মোদী। সেসময়, ভারত জার্মানির ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশন এর ৬ষ্ঠ সভায় যোগ দিতে দেশটি ভ্রমণ করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক