ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার, জার্মানির শ্লোস এলমাউতে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন উভয় নেতা। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান নানা ইস্যুতে আলোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং জিআই চুক্তি ইস্যুতে পুনরায় আলোচনা শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
পরবর্তীতে এক টুইটে বৈঠকের বিষয়ে জানান ভারত সরকারের সুপ্রিমো নিজেই। মোদী লিখেন, “ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের সঙ্গে বৈঠক করেছি। আমরা বিনিয়োগের যোগসূত্রতা আরও গভীর করার উপায়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টা, ডিজিটাল সহযোগিতা বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।”
বৈঠকের পর এক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র দপ্তরও। তারা জানায়, সবুজ এবং টেকসই উন্নয়ন অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন উভয় নেতা। এছাড়াও, বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যকার সম্পর্ক, জলবায়ু কর্ম, জলবায়ু অর্থায়নের বিধান, আন্তর্জাতিক সংস্থাসমূহে বৃহত্তর সমন্বয়, জি-২০ তে ভারতের আসন্ন সভাপতিত্ব এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।
এসময়, গত এপ্রিলে হওয়া রাইসিনা সংলাপের বিষয়েও আলোচনা করেন উভয় নেতৃত্ব। এদিকে, ফন ডার লেইনের সাথে সাক্ষাতের ঠিক পূর্বে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও সাক্ষাৎ করেন মোদী।
প্রসঙ্গত, জি৭ বৈঠকে যোগ দিতে আমন্ত্রিত অতিথি হিসেবে জার্মানিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া জলবায়ু, শক্তি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গ সাম্য ইত্যাদি নানা বিষয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও আলোচনায় বসবেন মোদী।
জার্মানি থেকে ভারতে ফেরার পথে মোদী আবুধাবিতে নামবেন। সেখানে আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক আছে। ভারত ছাড়াও, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকাকেও জি-৭ সম্মেলনের অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে৷ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক