০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল ভারতের ‘অভ্যাস’

ভারতের মাটিতে তৈরি হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট ‘অভ্যাস’ এর সফল উৎক্ষেপণ হল বুধবার। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ডিআরডিওরর তরফে এই উৎক্ষেপণ হয়। এই পদক্ষেপের হাত ধরে ভারত সামরিক শক্তির নিরিখে আরও বেশি সফল হয়ে উঠলো।

এই স্বয়ংক্রিয় শক্তিধর এরিয়াল টার্গেট কোনও মানব শক্তি ছাড়াই যন্ত্রচালিতভাবে নিক্ষেপ করা সম্ভব। একে নিয়ন্ত্রণ করতে লাগে ‘অটোমেটিক সিস্টেম’। এদিন এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় অল্প উচ্চতায় এটির শক্তি পরীক্ষা করা হয়। ছোট গ্যাস টারবাইন ইঞ্জিন দিয়ে একে চালনা করা হয়। এমন এক কর্মকাণ্ডের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিনন্দন জানান ডিআরডিওকে। এদিকে, একদিন আগেই ভারতের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্র ডিআরডিওর তরফে আরও একটি অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়।

মহারাষ্ট্রে মঙ্গলবারই পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ভারতে নির্মিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। এই নয়া অস্ত্রে শত্রু শিবিরে নির্ভুল লক্ষ্যে আঘাত করা যাবে বলে জানিয়েছে সেনা। সঠিকভাবে পাখির চোখে হানা দেওয়ার সর্বত ক্ষমতা রয়েছে এই মিসাইলের। এছাড়াও চাঁদিপুরে গত সপ্তাহে ভূমি থেকে ভূমি মিসাইলেরও সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল ভারতের ‘অভ্যাস’

প্রকাশ: ০৮:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

ভারতের মাটিতে তৈরি হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট ‘অভ্যাস’ এর সফল উৎক্ষেপণ হল বুধবার। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ডিআরডিওরর তরফে এই উৎক্ষেপণ হয়। এই পদক্ষেপের হাত ধরে ভারত সামরিক শক্তির নিরিখে আরও বেশি সফল হয়ে উঠলো।

এই স্বয়ংক্রিয় শক্তিধর এরিয়াল টার্গেট কোনও মানব শক্তি ছাড়াই যন্ত্রচালিতভাবে নিক্ষেপ করা সম্ভব। একে নিয়ন্ত্রণ করতে লাগে ‘অটোমেটিক সিস্টেম’। এদিন এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় অল্প উচ্চতায় এটির শক্তি পরীক্ষা করা হয়। ছোট গ্যাস টারবাইন ইঞ্জিন দিয়ে একে চালনা করা হয়। এমন এক কর্মকাণ্ডের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিনন্দন জানান ডিআরডিওকে। এদিকে, একদিন আগেই ভারতের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্র ডিআরডিওর তরফে আরও একটি অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়।

মহারাষ্ট্রে মঙ্গলবারই পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ভারতে নির্মিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। এই নয়া অস্ত্রে শত্রু শিবিরে নির্ভুল লক্ষ্যে আঘাত করা যাবে বলে জানিয়েছে সেনা। সঠিকভাবে পাখির চোখে হানা দেওয়ার সর্বত ক্ষমতা রয়েছে এই মিসাইলের। এছাড়াও চাঁদিপুরে গত সপ্তাহে ভূমি থেকে ভূমি মিসাইলেরও সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক