০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের তিনটি উপগ্রহ উৎক্ষেপণ করলো ইসরো

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইসরো। PSLV-C53 থেকে এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। আর তাতেই সফল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। উল্লেখ্য, এই তিনটি স্যাটেলাইট সিঙ্গাপুরের। আর সেগুলো এদিন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল থেকে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর ‘কমার্শিয়াল আর্ম’-এর অঙ্গ এই উদ্যোগ। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার ইসরো এমন কমার্শিয়াল মিশনে সফল হয়েছে। উল্লেখ্য, যে স্যাটেলাইন উৎক্ষেপণ হয়েছে তার ২ টি কোরিয়া নির্মিত সিঙ্গাপুরের স্যাটেলাইট। অন্যটি সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে তৈরি করা হয়। এই অভিযানের সঙ্গে রয়েছে পিএসএলভি অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল। যা পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ঘুরবে।

প্রসঙ্গত, DS-EO তে রয়েছে ইলেকট্রো অপটিক মাল্টি স্পেকট্রাল পে লোড। SCOOB-I স্যাটেলাইট হল প্রথম স্টুডেন্ট স্যাটেলাইটের সিরিজ। এছাড়াও রয়েছে NeuSAR স্যাটেলাইট। উল্লেখ্য, বছরে এই নিয়ে দ্বিতীয় পিএসএলভি স্যাটেলাইটের অভিযানের পথে পা বাড়ালো ইসরো। আর প্রথমের পর দ্বিতীয় অভিযানেও ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র সফল। এর আগে ফেব্রুয়ারিতে তারা এই মিশনে এগিয়ে ছিল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

সিঙ্গাপুরের তিনটি উপগ্রহ উৎক্ষেপণ করলো ইসরো

প্রকাশ: ০৪:২০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইসরো। PSLV-C53 থেকে এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। আর তাতেই সফল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। উল্লেখ্য, এই তিনটি স্যাটেলাইট সিঙ্গাপুরের। আর সেগুলো এদিন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল থেকে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর ‘কমার্শিয়াল আর্ম’-এর অঙ্গ এই উদ্যোগ। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার ইসরো এমন কমার্শিয়াল মিশনে সফল হয়েছে। উল্লেখ্য, যে স্যাটেলাইন উৎক্ষেপণ হয়েছে তার ২ টি কোরিয়া নির্মিত সিঙ্গাপুরের স্যাটেলাইট। অন্যটি সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে তৈরি করা হয়। এই অভিযানের সঙ্গে রয়েছে পিএসএলভি অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল। যা পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ঘুরবে।

প্রসঙ্গত, DS-EO তে রয়েছে ইলেকট্রো অপটিক মাল্টি স্পেকট্রাল পে লোড। SCOOB-I স্যাটেলাইট হল প্রথম স্টুডেন্ট স্যাটেলাইটের সিরিজ। এছাড়াও রয়েছে NeuSAR স্যাটেলাইট। উল্লেখ্য, বছরে এই নিয়ে দ্বিতীয় পিএসএলভি স্যাটেলাইটের অভিযানের পথে পা বাড়ালো ইসরো। আর প্রথমের পর দ্বিতীয় অভিযানেও ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র সফল। এর আগে ফেব্রুয়ারিতে তারা এই মিশনে এগিয়ে ছিল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক