চার মাস পেরিয়ে গেলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাবরের মতো কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা সমাধান করতে অনুরোধ জানিয়েছেন মোদী। তাছাড়াও পুতিনের সঙ্গে মোদীর বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো কার্যকর করার বিষয়েও শুক্রবার কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে বেশ কয়েকবার ফোনে পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার সময়েও রাশিয়ার তরফ থেকে মোদীকে আশ্বাস দেওয়া হয়েছিল, ভারতীয়দের উপরে হামলা করা হবে না। অন্যদিকে পুতিনকে যুদ্ধ বন্ধ করে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতেও অনুরোধ করেছেন মোদী। শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারত সফরে এসেছিলেন পুতিন। সেই সময় মোদীর সঙ্গে বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো কার্যকর করার বিষয়েই মূলত আলোচনা করা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিজাত পণ্য, সার ও ওষুধের আমদানি-রপ্তানির সম্পর্ক আরও মজবুত হতে পারে, সেই প্রসঙ্গও উঠে এসেছে দুই রাষ্ট্রপ্রধানের কথায়। তাছাড়াও, আন্তর্জাতিক বাজারে খাদ্য দ্রব্য ও জ্বালানির দাম নিয়েও কথা বলেছেন তাঁরা।
ফের পুতিনকে শান্তিপূর্ণ আলাপ আলোচনার কথা মনে করিয়ে দিয়েছেন মোদী। ইউক্রেন প্রসঙ্গে ভারত নিরপেক্ষ অবস্থান নিয়েছে। সেই প্রসঙ্গ টেনে মোদী আবারও বলেছেন, ইউক্রেনে যুদ্ধের পরিবর্তে কূটনীতি প্রয়োগ করা দরকার। বিবৃতির শেষে বলা হয়েছে, আগামী দিনেও আলোচনায় বসবেন দুই রাষ্ট্রনেতা। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আন্তর্জাতিক সমস্যা এবং ঘটনাবলি নিয়ে দুই দেশের মতের আদান প্রদান হবে। প্রসঙ্গত, শুক্রবার ভোর রাতেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। তবে সেই কথা স্বীকার করা হয়নি রুশ সেনার তরফে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক