বৃহস্পতিবার ● ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
শেষ হলো ভারত-ইইউ এফটিএ আলোচনার ১ম দফা

শেষ হলো ভারত-ইইউ এফটিএ আলোচনার ১ম দফা

এফটিএ

শেষ হলো ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুক্ত বাণিজ্য আলোচনার ১ম ধাপ। শুক্রবার, নয়াদিল্লীতে শেষ হয় প্রথম ধাপের বৈঠক। প্রায় ৯ বছর বিরতির পর গত ২৭ জুন এই আলোচনা শুরু হয়েছিলো। শনিবার, এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

জানা গিয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তির পরবর্তী ধাপের আলোচনা সেপ্টেম্বরে ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের পর ইইউ বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার; কিন্তু শুল্ক হ্রাস ও মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ে মতভিন্নতার কারণে ২০১৩ সালে দুই পক্ষের বাণিজ্য আলোচনা ভেস্তে যায়।

ধারণা করা হচ্ছে, মস্কোর সঙ্গে নয়াদিল্লির ক্রমবর্ধমান সম্পর্কের রাশ টেনে ধরতে পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনে সামরিক অভিযানের পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে আসছে; কিন্তু ভারত রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে দীর্ঘদিনের এ কৌশলগত মিত্রের কাছ থেকে তেল কিনছে। এ অবস্থায় মস্কোর দিক থেকে নয়াদিল্লিকে ফেরাতে চায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, এমনটা মনে করছেন পর্যবেক্ষকরা।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ভৌগোলিক নির্দেশক (জিআই) সহ ৫২টি প্রযুক্তিগত অধিবেশন, সেইসাথে বিনিয়োগ সুরক্ষা প্রভৃতি বিষয়ের উপর আলোচনা হয়েছে প্রথম দফার বৈঠকে।

ভারতের পক্ষে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাণিজ্য অধিদপ্তরের যুগ্ম সচিব নিধি মণি ত্রিপাঠি এবং ইইউর মূখ্য আলোচক হিসেবে ছিলেন সংগঠনটির অন্যতম মুখপাত্র ক্রিস্টোফ কিনার।

এর আগে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak