০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সম্পর্ক জোরদারের অঙ্গীকার ভারত-ফিলিপাইনের

নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং ভ্রমণ সহ বিদ্যমান সম্পর্কের সার্বিক পর্যালোচনা পূর্বক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত এবং ফিলিপাইন। শুক্রবার, ফিলিপাইনের নব-নির্বাচিত রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সাথে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জ্ঞাপন পূর্বক সম্পর্কোন্নয়নের আকাঙ্ক্ষার কথা জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে তারা জানায়, “দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা পূর্বক সম্পর্ক বৃদ্ধিতে সম্মত হয়েছে ভারত ও ফিলিপাইন। উন্নয়নমূলক আকাঙ্খা এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে একযোগে কাজ করবে দু দেশ।”

জানা গিয়েছে, ফিলিপাইনের নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের একটি অভিনন্দন বার্তা সম্বলিত চিঠি তাঁর হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। এর আগে ম্যানিলায় ফিলিপাইনের ১৭ তম রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন রাজকুমার রঞ্জন সিং।

এসময়, ফিলিপাইনে অবস্থানরত ও বসবাসরত ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করতে দেখা যায় তাঁকে। পরবর্তী এক টুইটে খবরটি চাওড় করেন তিনি নিজেই। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

সম্পর্ক জোরদারের অঙ্গীকার ভারত-ফিলিপাইনের

প্রকাশ: ০৪:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং ভ্রমণ সহ বিদ্যমান সম্পর্কের সার্বিক পর্যালোচনা পূর্বক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত এবং ফিলিপাইন। শুক্রবার, ফিলিপাইনের নব-নির্বাচিত রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সাথে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জ্ঞাপন পূর্বক সম্পর্কোন্নয়নের আকাঙ্ক্ষার কথা জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে তারা জানায়, “দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা পূর্বক সম্পর্ক বৃদ্ধিতে সম্মত হয়েছে ভারত ও ফিলিপাইন। উন্নয়নমূলক আকাঙ্খা এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে একযোগে কাজ করবে দু দেশ।”

জানা গিয়েছে, ফিলিপাইনের নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের একটি অভিনন্দন বার্তা সম্বলিত চিঠি তাঁর হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। এর আগে ম্যানিলায় ফিলিপাইনের ১৭ তম রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন রাজকুমার রঞ্জন সিং।

এসময়, ফিলিপাইনে অবস্থানরত ও বসবাসরত ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করতে দেখা যায় তাঁকে। পরবর্তী এক টুইটে খবরটি চাওড় করেন তিনি নিজেই। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক