বুধবার ● ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
লঙ্কান বিপদে ত্রাতা ভারত

লঙ্কান বিপদে ত্রাতা ভারত

ভারত

শ্রীলঙ্কার মন্ত্রী ধম্মিকা পেরেরা দেশে বিনিয়োগ বাড়াতে দ্বীপরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় ব্যবসায়ীদের হাতে পাঁচ বছরের ভিসা তুলে দিলেন। শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশন টুইটারে লিখেছে, “মাননীয় মন্ত্রী ভারতীয় ব্যবসায়ী নেতাদের ৫ বছরের ভিসা হস্তান্তর করছেন। এটি ব্যবসার সহজতা বাড়াতে এবং শ্রীলঙ্কায় বিনিয়োগের প্রসারে একটি স্বাগত পদক্ষেপ।”

এর আগে বুধবার, কলম্বোতে ভারতীয় হাই কমিশনার গোপাল বাগলে শ্রীলঙ্কার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাস টুইট করে লিখেছেন, “হাই কমিশনার বাণিজ্যমন্ত্রী মাননীয় নলিন ফার্নান্দোর সঙ্গে দেখা করেছেন। তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। যেমন বাণিজ্যের পরিমাণ বাড়ানো। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবসায়িক সংযোগ সহজতর করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা ইত্যাদি।”

উল্লেখ্য, মানবিক সহায়তা, রান্নার গ্যাস, প্রচুর পরিমাণে জ্বালানি এবং ওষুধ সরবরাহের জাহাজের সঙ্গে আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কা সরকারকে উদ্ধার করতে ইতিমধ্যে ভারত কয়েক বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাঠিয়েছে।

বাগলে বলেছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্চ মাসে কলম্বোতে সুওয়াসেরিয়া সদর দফতরে তার সফরের সময় ফাউন্ডেশনের মুখোমুখি চিকিত্সা সরবরাহের ঘাটতি সম্পর্কে অবহিত ছিলেন।

ভারত শ্রীলঙ্কাকে ইতিমধ্যে ৩ বিলিয়ন ক্রেডিট লাইন সহায়তা পাঠিয়েছে। ৪০,০০০ মেট্রিক টন ডিজেল, চাল, দুধের গুঁড়ো এবং ২ বিলিয়ন মূল্যের ওষুধ রপ্তানি করেছে শ্রীলঙ্কাকে। এছাড়াও ৪০,০০০ মেট্রিক টন পেট্রোল এবং ৪,০০,০০০ মেট্রিক টন রান্নার গ্যাস পাঠানো হয়েছে ভারত থেকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak