দক্ষিণ পূর্ব এশিয়ায় টহলের অংশ হিসেবে গত ০১ হতে ০৩ জুলাই অবধি সিঙ্গাপুর সফর করলো ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কাদমাত ও সহযাত্রী। জাহাজগুলো ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইস্টার্ন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লার অধীনে ছিল।
উল্লেখ্য, আইএনএস সহযাত্রী একটি দেশীয়ভাবে নির্মিত বহু-রোল স্টিলথ ফ্রিগেট এবং আইএনএস কাদমাত দেশীয়ভাবে নির্মিত এএসডব্লিউ কর্ভেট। সিঙ্গাপুর সফর শেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চল টহলে বেরিয়ে পড়ে জাহাজ দুটো।
পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় টহলের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর উক্ত দুই জাহাজের সিঙ্গাপুর সফর সামুদ্রিক সহযোগিতা বাড়াতে সাহায্য করেছে, যা এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে আরও অবদান রাখবে।
জানা গিয়েছে, পরিদর্শনের সময় ভারতীয় নৌবাহিনীর ক্রুরা পারস্পরিক সহযোগিতা এবং আন্তঃ কার্যকারিতা বাড়ানোর জন্য প্রজাতন্ত্র সিঙ্গাপুর নৌবাহিনীর সাথে পেশাদার মিথস্ক্রিয়ায় অংশ নিয়েছিলো। নৌবাহিনীর মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়াকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক ও অনানুষ্ঠানিক আদান-প্রদানও করা হয়।
এছাড়া, রিয়ার এডমিরাল ভাল্লাও সিঙ্গাপুরের ক্রানজি ওয়ার মেমোরিয়ালে গিয়েছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক