লিথিয়াম এবং কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ খনিজ খাতে যৌথ বিনিয়োগ অন্বেষণে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ভারতীয় কয়লা ও খনি মন্ত্রী প্রহ্লাদ জোশী। রবিবার, ছয়দিনের সফরে ক্যাঙ্গারুর দেশে পৌঁছান তিনি। পরবর্তীতে এক টুইট বার্তায় তথ্যটি নিশ্চিত করেন তিনি নিজেই।
উল্লেখ্য, লিথিয়াম এবং কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ভারতের পরিচ্ছন্ন শক্তির উত্স জোগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে, সোমবার, অস্ট্রেলিয়ার তিয়ানকি লিথিয়াম প্রক্রিয়াকরণ সুবিধা পরিদর্শন করেন জোশি। এসময়, অস্ট্রেলিয়ার সম্পদ ও খনিজ মন্ত্রী ম্যাডেলিন কিং তাঁর সাথেই ছিলেন। এই লিথিয়াম প্রক্রিয়াকরণ সুবিধাটি অস্ট্রেলিয়ার প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় লিথিয়াম হাইড্রক্সাইড প্রক্রিয়াকরণ প্ল্যান্ট।
এছাড়া, দ্বিপাক্ষিক বৈঠকেও বসেছিলেন জোশী এবং কিং। এসময়, স্ট্র্যাটেজিক খনিজ বিশেষ করে লিথিয়ামে সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা করেন উভয় নেতা। এসময়, ভারতীয় খনির ক্ষেত্রে অস্ট্রেলিয়ান উপস্থিতি বাড়ানোর জন্য ভারত সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন জোশী।
অস্ট্রেলিয়ার নয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ সরকারের নির্বাচনের পর এটিই ছিল জোশি ও কিং এর মধ্যে প্রথম বৈঠক। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক