দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্বের পাশাপাশি বিদ্যমান সম্পর্কের সকল খাতে সম্পর্কোন্নয়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং আফ্রিকান রাষ্ট্র মোজাম্বিক। সোমবার (০৪ জুলাই), নয়াদিল্লীতে দু দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় পরামর্শ সভায় এ বিষয়ে বিশদ আলোচনা হয়।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে তারা জানায়, বৈঠকে রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি, কনস্যুলার সমস্যা এবং উন্নয়ন অংশীদারিত্ব প্রকল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা খাতে সহযোগিতা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ ধারা পর্যালোচনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী ২০২৩-২৪ মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় মোজাম্বিককে অভিনন্দন জানিয়েছে ভারত।”
বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব (পূর্ব ও দক্ষিণ আফ্রিকা) পুনীত আর কুন্দাল এবং মোজাম্বিকান পক্ষের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রকের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক ইসমাইল ভ্যালিজি।
আলোচনা চলাকালীন, উভয় পক্ষ জাতিসংঘ, দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সহযোগিতা (এসএডিসি) এবং আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (এএফসিএফটিএ) সহ বৈশ্বিক উন্নয়ন এবং অভিন্ন স্বার্থের বিষয়ে মতবিনিময় করেছে।
বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই মাপুতোতে পারস্পরিক সুবিধাজনক তারিখে পরের রাউন্ডের পরামর্শের আয়োজন করতে সম্মত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক