০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কমিউনিটি ডেভেলপমেন্ট চুক্তি ভারত-আর্মেনিয়ার

ভারতের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় আর্মেনিয়াতে সম্প্রদায় উন্নয়ন প্রকল্প পরিচালনার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। গত সোমবার, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত ৮ম আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, শিক্ষা ক্ষেত্রে, বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক খাতে সহযোগিতার উদ্দেশ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

বৈঠকে আর্মেনিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ান। আর, ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা। আইজিসি বৈঠক ব্যতীতও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মিরজোয়ান এবং সঞ্জয়।

পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি জানিয়েছেন সঞ্জয় ভার্মা নিজেও। জানা গিয়েছে, উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামো, সংস্কৃতি, সংযোগ, তথ্য প্রযুক্তি, কৃষি, ফিনটেক এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতার পর্যালোচনা পূর্বক সম্পর্কোন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ, ৭ম আইজিসি বৈঠক ২০১৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিলো। এদিকে, আর্মেনিয়ার সফরকালে দেশটির উপ-প্রধানমন্ত্রী হামবারদজুম মাতেভোসিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন সঞ্জয় ভার্মা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

কমিউনিটি ডেভেলপমেন্ট চুক্তি ভারত-আর্মেনিয়ার

প্রকাশ: ০৭:৩৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

ভারতের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় আর্মেনিয়াতে সম্প্রদায় উন্নয়ন প্রকল্প পরিচালনার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। গত সোমবার, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত ৮ম আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, শিক্ষা ক্ষেত্রে, বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক খাতে সহযোগিতার উদ্দেশ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

বৈঠকে আর্মেনিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ান। আর, ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা। আইজিসি বৈঠক ব্যতীতও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মিরজোয়ান এবং সঞ্জয়।

পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি জানিয়েছেন সঞ্জয় ভার্মা নিজেও। জানা গিয়েছে, উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামো, সংস্কৃতি, সংযোগ, তথ্য প্রযুক্তি, কৃষি, ফিনটেক এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতার পর্যালোচনা পূর্বক সম্পর্কোন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ, ৭ম আইজিসি বৈঠক ২০১৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিলো। এদিকে, আর্মেনিয়ার সফরকালে দেশটির উপ-প্রধানমন্ত্রী হামবারদজুম মাতেভোসিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন সঞ্জয় ভার্মা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক