দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক সন্তুষ্টি প্রকাশ করে বহুপাক্ষিক ফোরামগুলোতে অংশীদারিত্ব ও সহযোগিতা বাঁড়াতে সম্মত হয়েছে ভারত ও জর্জিয়া। বুধবার তিবিলিসিতে দু দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ৬ষ্ঠ পরামর্শ সভা শেষে এমন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানায়, “পরামর্শ সভা চলাকালীন উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পর্যটন, শিক্ষা এবং কনস্যুলার বিষয় সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ ধারা পর্যালোচনা করেছে।”
এছাড়াও, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমস্যা নিয়েও পরামর্শ করেছে প্রতিনিধিগণ। পারস্পরিক সুবিধাজনক তারিখে নয়াদিল্লিতে পরের রাউন্ডের আলোচনার আয়োজন করতে সম্মত হয়েছে।
বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং জর্জিয়ান পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আলেকজান্ডার খ্বতিসিয়াশভিলি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক